কৌশল বৈঠক

সাত নম্বর কোর্স রোডে প্রণব মুখোপাধ্যায় এবং পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই প্রথম দুই মন্ত্রীকে মুখোমুখি বসিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। টু জি স্পেকট্রাম বিলিতে অর্থমন্ত্রকের নোট ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। অর্থমন্ত্রকের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের বিরোধের জেরেই এই নোট সামনে এসেছে বলেও সরব হয়েছে বিরোধীরা।

Updated By: Sep 29, 2011, 05:59 PM IST

সাত নম্বর রেস কোর্স রোডে প্রণব মুখোপাধ্যায় এবং পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আর কিছুক্ষের মধ্যেই সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।এই প্রথম দুই মন্ত্রীকে মুখোমুখি বসিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। টু জি স্পেকট্রাম বিলিতে অর্থমন্ত্রকের নোট ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। অর্থমন্ত্রকের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের বিরোধের জেরেই এই নোট সামনে এসেছে বলেও সরব হয়েছে বিরোধীরা। দুই মন্ত্রকের বিরোধের খবর নিয়ে বিরোধীরা যেভাবে ফায়দা তুলতে তত্‍পর তাতে সরকারের অস্বস্তি দ্বিগুন হয়েছে। প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে পি চিদম্বরমের বিরোধ নেই, এখন এটা তুলে ধরতেই সচেষ্ট সোনিয়া গান্ধী, মনমোহন সিং। দিনভর দফায় দফায় বৈঠকের মধ্যে হাইকমান্ডের সেই চেষ্টাই স্পষ্ট হয়েছে। কংগ্রেস সূত্রের খবর সন্ধে ছটা নাগাদ সাংবাদিক সম্মেলন করতে পারেন প্রণব মুখোপাধ্যায়।

.