সেনা হাসপাতালে অ্যানজিওপ্লাস্টি হল রাষ্ট্রপতির

অ্যানজিওপ্লাস্টি করা হল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। পিটিআই সূত্রে খবর, আর্মির রিসার্চ ও রেফেরাল হাসপাতালের ডাক্তাররা ব্লকেজ দূর করতে তাঁর হার্টের একটি আর্টারিতে করোনারি স্টেন্ট (একটি ছোট টিউব ধমনী বা আর্টারিতে বসিয়ে ব্লকেজের ফলে সংকীর্ণ হয়ে যাওয়া ধমনীকে প্রসারিত করা হয়।)

Updated By: Dec 13, 2014, 11:15 PM IST
সেনা হাসপাতালে অ্যানজিওপ্লাস্টি হল রাষ্ট্রপতির

ওয়েব ডেস্ক: অ্যানজিওপ্লাস্টি করা হল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। পিটিআই সূত্রে খবর, আর্মির রিসার্চ ও রেফেরাল হাসপাতালের ডাক্তাররা ব্লকেজ দূর করতে তাঁর হার্টের একটি আর্টারিতে করোনারি স্টেন্ট (একটি ছোট টিউব ধমনী বা আর্টারিতে বসিয়ে ব্লকেজের ফলে সংকীর্ণ হয়ে যাওয়া ধমনীকে প্রসারিত করা হয়।)

আজ সকালে পেটের গণ্ডগোল জনিত কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাষ্ট্রপতিকে। বিবিধ টেস্ট করে পর্যবেক্ষণ করার জন্য তাঁকে একদিন হাসপাতালে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। হাসপাতাল সূত্রে খবর, একটি টেস্টে তাঁর হার্টের একটি ধমনীতে ব্লকেজ ধরা পড়ে।  

ডাক্তাররা তৎক্ষণাৎ ৭৯ বছরের রাষ্ট্রপতির অ্যানজিওপ্লাস্টির সিদ্ধান্ত নেন।

তবে রাষ্ট্রপতি ভবন সূত্রে এই ঘটনার স্বীকার বা অস্বীকার কোনওটাই করা হয়নি। শুধু জানানো হয়েছে ''রাষ্ট্রপতি হাসপাতালে চিকিৎসাধীন। আশা করছি সোমবার তিনি ফিরে আসবেন।''

 

 

 

.