বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাসের পর বিরোধীদের একহাত নিলেন মোদী

Updated By: Sep 14, 2017, 06:29 PM IST
বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাসের পর বিরোধীদের একহাত নিলেন মোদী

ওয়েব ডেস্ক: বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস করেই বিরোধীদের একহাত নিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ”বুলেট ট্রেন নিয়ে ‌যখন বলতাম, তখন বিরোধীরা বলত, এটা মুখের কথা। এখন তাঁরা বলছেন, বুলেট ট্রেনের কী দরকার?”

মোদী আরও বলেন,"আমি গুজরাটে থাকার সময় বুলেট ট্রেনের কথা বলতাম, তখন ওঁরা বলত,এটা মোদী মিথ্যা প্রতিশ্রুতি। এখন ভারতে বুলেট ট্রেন আনার পর তাঁরা জানতে চাইছেন, এদেশে বুলেট ট্রেনের প্রয়োজনীয়তা কী?" সেই উত্তরও মোদী নিজেই দিয়েছেন। প্রধানমন্ত্রী কথায়,”নতুন ভারতকে আকাশে উড়তে হবে। এই প্রকল্প ভারতের উন্নয়নে গতি দেবে। উচ্চাশা ছাড়া কোনও দেশ বড় হতে পারে না। বড় স্বপ্ন দেখা উচিত। তা সফল করতে নিজেকে ছাড়িয়ে ‌যেতে হবে।”

কংগ্রেস নেতা আনন্দ শর্মার বক্তব্য, বুলেট ট্রেন ভারতের অগ্রাধিকার নয়। অনেক বৃহত্তর বিষয় রয়েছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার সেগুলি হওয়া উচিত। শুধু কংগ্রেসই নয়, বিজেপির জোটসঙ্গী শিবসেনাও বুলেট ট্রেন নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দেগেছে।

সেনার মুখপত্র সামনার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সাধের বুলেট ট্রেন চালাতে খরচ পড়ছে ১,০৮০০০ কোটি টাকা। এই প্রকল্প দেশকে লুঠ করবে। বুলেট ট্রেনের সঙ্গে জাতীয় স্বার্থ জড়িত আছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে শিবসেনা। কংগ্রেসের দাবি,গুজরাটে বিধানসভা ভোট আসন্ন। তার আগে জাপানের প্রধানমন্ত্রীকে আমদাবাদ নিয়ে গিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী। দিল্লি ছেড়ে সেজন্য গুজরাটে গোটা অনুষ্ঠান রাখা হল। 

আরও পড়ুন, ১ লাখ ১০ হাজার কোটির খরচ, ২০২২-এই ভারতে ছুটবে বুলেট ট্রেন

 

.