জেএনইউ কাণ্ডে দিল্লির রাজপথে আইনজীবীরা সামিল হলেন প্রতিবাদ মিছিলে

এবার জেএনইউ কাণ্ডে পথে নামলেন আইনজীবীরা। দিল্লির রাজপথে আইনজীবীরা সামিল হলেন প্রতিবাদ মিছিলে। এই মিছিল শুরু হয়েছে পাতিয়ালা হাউস কোর্ট থেকে। আর মিছিল গেল ইন্ডিয়া গেট পর্যন্ত।

Updated By: Feb 19, 2016, 04:01 PM IST
 জেএনইউ কাণ্ডে দিল্লির রাজপথে আইনজীবীরা সামিল হলেন প্রতিবাদ মিছিলে

ওয়েব ডেস্ক: এবার জেএনইউ কাণ্ডে পথে নামলেন আইনজীবীরা। দিল্লির রাজপথে আইনজীবীরা সামিল হলেন প্রতিবাদ মিছিলে। এই মিছিল শুরু হয়েছে পাতিয়ালা হাউস কোর্ট থেকে। আর মিছিল গেল ইন্ডিয়া গেট পর্যন্ত। এর আগে পাতিয়ালা হাউস কোর্টের বাইরে কানহাইয়া কুমার ও সাংবাদিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছিল পুলিসের ভূমিকা। শুধু কোর্ট চত্বরেই নয়। আদালত কক্ষেও কানহাইয়াকে মারধরের অভিযোগ তুলে বিস্ফোরক দাবি তুলেছিলেন ধৃতের আইনজীবী বৃন্দা গ্রোভারের। বৃন্দার দাবি ছিল, তিনি কোর্টে ঢোকার সময়ই পুলিসের সামনে স্লোগান দেওয়া হচ্ছিল। কোর্টে ঢুকে চার নম্বর ঘরে অপেক্ষা করছিলেন তিনি। গণ্ডগোলের আওয়াজ পেয়ে বাইরে বেরোতেই দেখেন কানহাইয়াকে টেনে হিঁচড়ে তিন নম্বর ঘরের দিকে নিয়ে যাচ্ছেন একদল আইনজীবী। পুলিসও তখন সেখানে দাঁড়িয়েছিল।

.