রেল বাজেট ২০১৪: নতুন ট্রেনের তালিকা

প্রিমিয়াম ট্রেন: হাওড়া-পুণে এসি এক্সপ্রেস (দ্বি সাপ্তাহিক) ভায়া নাগপুর, মানমাদ। কামাক্ষা-নিউ দিল্লি এসি এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া চেন্নাই, বারানসী। কামাক্ষা-চেন্নাই এসি এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া মালদহ, হাওড়া। মুম্বই- হাওড়া এসি এক্সপ্রেস (দ্বি সাপ্তাহিক) ভায়া নাগপুর, রায়পুর।

Updated By: Feb 12, 2014, 04:36 PM IST

প্রিমিয়াম ট্রেন:

হাওড়া-পুণে এসি এক্সপ্রেস (দ্বি সাপ্তাহিক) ভায়া নাগপুর, মানমাদ।
কামাক্ষা-নিউ দিল্লি এসি এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া চেন্নাই, বারানসী।
কামাক্ষা-চেন্নাই এসি এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া মালদহ, হাওড়া।
মুম্বই- হাওড়া এসি এক্সপ্রেস (দ্বি সাপ্তাহিক) ভায়া নাগপুর, রায়পুর।

মুম্বই-পাটনা এসি এক্সপ্রেস (দ্বি সাপ্তাহিক) ভায়া খাণ্ডোয়া, ইটারসি, মানিকপুর।
নিজামুদ্দিন- মাডগাঁও এসি এক্সপ্রেস (দ্বি সাপ্তাহিক) ভায়া কোটা, ভাসিয়া রোড।
শিয়ালদহ-যোধপুর এসি এক্সপ্রেস (দ্বি সাপ্তাহিক) ভায়া মুঘলসরাই।
যশবন্তপুর-জয়পুর এসি এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া গুলবার্গা, পুণে, ভাসিয়া রোড

আহমেদাবাদ-দিল্লি সরাই রোহিল্লা এক্সপ্রেস (সপ্তাহে তিনদিন) ভায়া পালানপুর,আজমের রেওয়ারি
বান্দ্রা- অমৃতসর এক্সপ্রেস (সাপ্তাহিক)ভায়া কোটা নিউ দিল্লি, আম্বালা
বান্দ্রা-কাটরা এক্সপ্রেস (সাপ্তাহিক)ভায়া কাটা নিউ দিল্লি, আম্বালা

গোরক্ষপুর-নিউ দিল্লি এক্সপ্রেস (দ্বি সাপ্তাহিক), ভায়া লখনউ, মুরাদবাদ
কাটরা-হাওড়া এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া মুগলসরাই,বারাণসি,সাহারানপুর
মুম্বই-গোরক্ষপুর এক্সপ্রেস (দ্বি সাপ্তাহিক), ভায়া খান্ডোয়া, ঝাঁসি, কানপুর
পাটনা-বেঙ্গালুরু এক্সপ্রেস (সাপ্তাহিক)ভায়া মুগলসরাই, চেহোককি, মানিকপুর,নাগপুর

জশবন্তপুর-কাটরা এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া গুলবার্গ, খাচেগুদা,নাগপুর, নিউ দিল্লি
তিরুবন্তপুরম-বেঙ্গালুরু (জশবন্তপুর এক্সপ্রেস (দ্বি সাপ্তাহিক) ভায়া ইরাদু,তিরুপাত্তুর

এক্সপ্রেস ট্রেন-

আহমেদাবাদ-কাটরা এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া পালনপুর, জয়পুর, রিওয়ারি, হিসার, বেথান্ডি,অমৃতসার
আহমেদা-লখনউ জংশন এক্সপ্রেস (সাপ্তাহিক), ভায়া পালনপুর, জয়পুর, বানদিকু, মথুরা,কাশগঞ্জ
আহমেদাবাদ-এলাহাবাদ এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া জালগাঁও, খান্ডোয়া, ইটাশ্রী, সাতনা, মানিকপুর
অমৃতসর-গোরক্ষপুর এক্সপ্রেস (সাপ্তাহিক)ভায়া শাহারাণপুর মুরাদাবাদ,সীতাপুর ক্যান্ট.

ঔরঙ্গাবাদ-রানিগুনতা এক্সপ্রেস (সাপ্তাহিক), ভায়া পার্বানি- বিদার
বেঙ্গালুরু-চেন্নাই এক্সেপ্রেস (দৈনিক)
বান্দ্রা-লখনউ জংশন এক্সপ্রেস (সাপ্তাহিক),ভায়া কোটা,মথুরা,কাশগঞ্জ
বরেলি-ভোপাল এক্সপ্রেস (সাপ্তাহিক),ভায়া আগ্রা,আলিগড়

বান্ধবগড়-বান্দ্রা এক্সপ্রেস , ভায়া আহমেদাবাদ
বান্ধবগড়-সরাইরোহিল্লা লিঙ্ক এক্সপ্রেস (সাপ্তাহিক)
গান্ধীধাম-পুরী এক্সপ্রেস (সাপ্তাহিক)
গোরক্ষপুর -পুণে এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া লখনউ-কানপুর
গুন্টুর-কাচেগুদা (ডবলডেকার) (দ্বি সাপ্তাহিক)

হাওড়া-জশবন্তপুর এসি এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া ভূবনেশ্বর, গুডুর, কাটপাডি
হুবলি-মুম্বই এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া সোলাপুর, বিজাপুর
হায়দরাবাদ-গুলবার্গা ইন্টারসিটি (দৈনিক)

জয়পুর-চণ্ডিগড় ইন্টারসিটি (দৈনিক)
কেচেগুদা-তীরুপতি ডবল ডেকার ( দ্বি সাপ্তাহিক)
কোটা-জম্মু তাওয়াই এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া নিউ দিল্লি, আম্বালা
কানপুর-বান্দ্রা এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া মথুরা, কোটা

লখনউ-কাঠগুদাম এক্সপ্রেস (সপ্তাহে তিন দিন)
মান্ধুধাই-জব্বলপুর এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া এলাহাবাদ

মালদহ টাউন-আনন্দ বিহার এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া আমেথি, রায়বেরালি
মান্নারগুড়ি-যোধপুর এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া জয়পুর,চেন্নাই
মুম্বই-চেন্নাই এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া পুণে,গুলবার্গ,ওয়াদি

মুম্বই-গোরক্ষপুর এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া গোন্ডা,বালমপুর
মুম্বই-কারমালি এসি এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া রোহা
নান্দেন-ঔরঙ্গাবেদ এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া পূর্ণা
নাগপুর- রেওয়া এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া সাতনা
নাগেরকলি -কাচেগুডা এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া কারুর
পুণে-লখনউ এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া ভোপাল,বীণা, খান্ডোয়া, ঝাঁসি, কানপুর
রামনগর-চণ্ডিগড় এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া মুরাদাবাদ,শাহারাণপুর
রাঁচি-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া ঝাঁঝাঁ, কাটিহার

সেকেন্দ্রাবাদ- বিশাখাপত্তনাম এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া বিজয়ওয়াড়া
সাঁতরাগাছি-আনন্দ বিহার এক্সপ্রেস (সাপ্তাহিক)
শ্রীগঙ্গনগর-জম্মু তাওয়াই এক্সপ্রেস (সাপ্তাহিক) ভায়া ধুড়ি
বারানসি-মাইসোর এক্সপ্রেস (দ্বি সাপ্তাহিক) ভায়া ওয়াদি

প্যাসেঞ্জার ট্রেন
বীণা-কান্তি প্যাসেঞ্জার (দৈনিক)
দেকারগাঁও-নাহারলাগুন প্যাসেঞ্জার (দৈনিক)
গুণুপুর-বিশাখাপত্তনাম প্যাসেঞ্জার (দৈনিক)
হুবলি-বেলগাঁও ফাস্ট প্যাসেঞ্জার (দৈনিক)
জয়পুর-ফুলেরা প্যাসেঞ্জার (দৈনিক)
মান্নাগুড়ি-মালিয়াধুত্‍তুরি প্যাসেঞ্জার (দৈনিক)
পুণালুর-কন্যাকুমারি প্যাসেঞ্জার (দৈনিক) ভায়া তিরুবনন্তপুরম
সাম্বালপুর-ভাবানপাটনা প্যাসেঞ্জার (দৈনিক)
টাটানগর-চাকুলিয়া প্যাসেঞ্জার (দৈনিক)
ত্রিচুন্দুর-তিরুনেভালি প্যাসেঞ্জার (দৈনিক)

মেমু ট্রেন
আনন্দ-দাপোর (দিনে দু বার)
অনুপপুর-অম্বিকাপুর (সপ্তাহে ছ দিন)
দিল্লি-রোহতাক প্যাসেঞ্জার (দিনে দু বার)
সাঁতরাগাছি-ঝাড়গ্রাম (সপ্তাহে পাঁচদিন)

ডিইএমইউ ট্রেন
মোরবি-মালিয়া মাইয়ানা
রতননাম-ফতেয়াবাদ-চন্দনওয়াড়ি দৈনিক
রেওয়ারি-রোহতাক (দৈনিক)

সম্প্রসারিত রেলপথ
১৪৭০৫/১৪৭০৬- দিল্লি-সরাইরোহল্লি সুজানগড় এক্সপ্রেসের পথ বেড়ে যোধপুর অবধি যাবে
১৫২৮১/১৫২৮২-পাটনা-সহরসা এক্সপ্রেসের পথ বেড়ে মুরলীগঞ্জ অবধি যাবে
১৫০১৩/১৫০১৪-কাঠগোদাম-ভাগবতকোঠি-রানিক্ষেত এক্সপ্রেস এখন থেকে জয়সলমির পর্যন্ত যাবে।

যাতায়াত বাড়ছে (Increase in Frequency)
বিদার-জশবন্তপুর এক্সপ্রেস সপ্তাহে তিন দিনের বদলে প্রতিদিন যাবে
হুবলি-বিজয়ওয়াড়া এক্সপ্রেস সপ্তাহে তিন দিনের বদলে প্রতিদিন যাবে
হুবলি-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস প্রতিদিনের বদলে প্রতিদিন যাবে।

.