আদালতের ধাক্কা, রাজস্থান পুলিসে কনস্টেবল পদে নিয়োগ তৃতীয় লিঙ্গের প্রতিনিধির

এই প্রথম রাজস্থান পুলিশে যোগ দিলেন তৃতীয় লিঙ্গের কোনও প্রতিনিধি

Updated By: Nov 14, 2017, 12:43 PM IST
আদালতের ধাক্কা, রাজস্থান পুলিসে কনস্টেবল পদে নিয়োগ তৃতীয় লিঙ্গের প্রতিনিধির

নিজস্ব প্রতিবেদন: আদালতের নির্দেশে তৃতীয় লিঙ্গের এক প্রতিনিধিকে পুলিশের চাকরির নিয়োগপত্র দিল রাজস্থানের বসুন্ধরা রাজে সরকার। এই প্রথম রাজস্থান পুলিশে যোগ দিলেন তৃতীয় লিঙ্গের কোনও প্রতিনিধি। কনস্টেবলের পদে নিয়োগ করা হয়েছে ওই ব্যক্তিকে।

সম্প্রতি গঙ্গা কুমারী নামে ওই ব্যক্তিকে রাজ্য পুলিসে কনস্টেবল পদে নিয়োগে নির্দেশ জারি করে জোধপুর হাইকোর্ট। গঙ্গা কুমারীর অভিযোগ ছিল, নিয়োগ পরীক্ষায় সফল হওলেও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হওয়ায় তাঁকে নিয়োগপত্র দিচ্ছেন না জালোর জেলার পুলিস সুপার। এরপরই আদালতের দ্বারস্থ হন গঙ্গা কুমারী। এই প্রথম রাজস্থান পুলিসে তৃতীয় লিঙ্গের কাউকে নিয়োগ করা হল।

দেশে এই ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে তৃতীয় লিঙ্গের আরও ২ জন সরকারি চাকরির নিয়োগপত্র পেয়েছেন। সম্প্রতি তৃতীয় লিঙ্গের একজনকে নিয়োগপত্র দিতে অস্বীকার করে এয়ার ইন্ডিয়া। তিনিও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুন-‘অসুস্থতা’র জন্যই রানি রাসমণির সভায় গরহাজির, ‘সাফাই’ শুভ্রাংশু শিবিরের

.