রাজ্যসভায় হইহট্টগোলের জেরে ভেস্তে গেল গুরদাসপুর নিয়ে আলোচনা

গুরদাসপুরের হামলাকারীরা পাকিস্তান থেকেই এসেছিল। কেন্দ্রের হাতে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। রাজ্যসভায় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।  তবে, কংগ্রেস সাংসদের হৈ হট্টগোলের জেরে এনিয়ে আলোচনা ভেস্তে যায়। কংগ্রেসের ভূমিকার কড়া সমালোচনা করেছে বিজেপি। পাল্টা তোপ দেগেছে কংগ্রেসও। গুরদাসপুরে জঙ্গিহানা নিয়ে উত্তাল হল রাজ্যসভা। বৃহস্পতিবার  এনিয়ে সংসদের উচ্চকক্ষে বিবৃতি দিতে ওঠেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ বলেন, দীননগরে হামলা চালানো তিনজঙ্গির পাক যোগের সুস্পষ্ট প্রমাণ মিলেছে। সীমান্ত-পাক সন্ত্রাস রুখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Updated By: Jul 30, 2015, 10:45 PM IST
রাজ্যসভায় হইহট্টগোলের জেরে ভেস্তে গেল গুরদাসপুর নিয়ে আলোচনা

ব্যুরো: গুরদাসপুরের হামলাকারীরা পাকিস্তান থেকেই এসেছিল। কেন্দ্রের হাতে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। রাজ্যসভায় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।  তবে, কংগ্রেস সাংসদের হৈ হট্টগোলের জেরে এনিয়ে আলোচনা ভেস্তে যায়। কংগ্রেসের ভূমিকার কড়া সমালোচনা করেছে বিজেপি। পাল্টা তোপ দেগেছে কংগ্রেসও। গুরদাসপুরে জঙ্গিহানা নিয়ে উত্তাল হল রাজ্যসভা। বৃহস্পতিবার  এনিয়ে সংসদের উচ্চকক্ষে বিবৃতি দিতে ওঠেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ বলেন, দীননগরে হামলা চালানো তিনজঙ্গির পাক যোগের সুস্পষ্ট প্রমাণ মিলেছে। সীমান্ত-পাক সন্ত্রাস রুখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি পাঠের সময়ই ব্যাপক হৈ হট্টেগোল জুড়ে দেন কংগ্রেস সাংসদরা।  জঙ্গি হামলা রুখতে  সরকারের ব্যর্থতা নিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। প্রবল হৈ হট্টগোলে পুরো বিবৃতি পড়তে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী। এনিয়ে আলোচনার কথা থাকলেও গোলমালে ভেস্তে যায় সেটাও। কংগ্রেসের ভূমিকা নিয়ে  সংসদের  বাইরে তোপ দাগেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। নিশানা করেন কংগ্রেস সভানেত্রীকে।

পাল্টা জবাব দিয়েছে কংগ্রেসও।

অর্থমন্ত্রী  জানিয়ে দিয়েছেন, ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে গুরদাসপুরের প্রভাব পড়বে না।

 

.