দেশে ‘শরিয়তি ব্যাঙ্ক’ চালুর প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না, জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক

আরটিআইয়ের জবাবে জানাল রিজার্ভ ব্যাঙ্ক

Updated By: Nov 12, 2017, 09:33 PM IST
দেশে ‘শরিয়তি ব্যাঙ্ক’ চালুর প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না, জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক

নিজস্ব প্রতিবেদন: দেশে ইসলামি ব্যাঙ্কিং পদ্ধতি বা শরিয়তি ব্যাঙ্ক চালু করার কথা বিবেচনা করা হচ্ছে না। এমনটাই জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক।

তথ্য জানার অধিকার আইনে করা একটি আবেদনের ভিত্তিতে আরবিআই জানিয়েছে, এদেশে ব্যাঙ্কিং ক্ষেত্রে দেশের সব মানুষ সমান সু‌যোগ পেয়ে থাকে। ফলে নতুন করে ইসলামি ব্যাঙ্কিং চালু করার কোনও প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না।

উল্লেখ্য, ইসলামি ব্যাঙ্কিং পদ্ধতি সুদের কোনও জায়গা নেই। ওই ধরনের ব্যাঙ্কিং সিস্টেম চালু করার ব্যাপারে বেশ কয়েক বছর ধরেই রিজার্ভ ব্যাঙ্কের কাছে আবেদন করে চলেছে কয়েকটি মহল।

দেশের আর্থিক ক্ষেত্রে বেশকিছু সংস্কারের লক্ষ্যে  একটি কমিটি তৈরি হয় ২০০৮ সালে। কমিটির মাথায় ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। ওই কমিটি দেশের সুদবিহীন ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করার ব্যাপারে বিবেচনা করে দেখে। পরে কেন্দ্রের নির্দেশে রিজার্ভ ব্যাঙ্ক ফের বিষয়টি নিয়ে প‌র্যালোচনা করে একটি রিপোর্ট তৈরি করে। সেই রিপোর্ট কেন্দ্রে কাছে জমাও পড়ে। তার পর এনিয়ে কোনও আলোচনা শোনা ‌যায়নি। এতদিনে ইসলামি ব্যাঙ্কিংয়ের বিষয়টি ফের সামনে এল।

আরও পড়ুন-সোমবার কলকাতায় যুব-তৃণমূলের সভা, অগ্নিপরীক্ষা মুকুল পুত্র শুভ্রাংশুর

.