রেললাইনের মাটি নরম হয়েই ঘটেছে দুর্ঘটনা, দাবি রেল কর্তৃপক্ষের

Updated By: Aug 5, 2015, 11:18 PM IST
রেললাইনের মাটি নরম হয়েই ঘটেছে দুর্ঘটনা, দাবি রেল কর্তৃপক্ষের

বৃষ্টির জেরে ফুঁসছে মাচক নদী। বিপদসীমার ওপর দিয়ে বইছে নদী। তার ওপর হড়কা বানেই বিপত্তি। হঠাত্ই ব্রিজের মুখে কালভার্টের ওপরে জল উঠে ডুবে যায় রেললাইন। জলমগ্ন রেললাইনে মাটি নরম হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ক্ষেতে পড়ে যায় পরপর দুটি ট্রেন। তার জেরেই এই জোড়া ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে রেল কর্তৃপক্ষ।

মধ্যপ্রদেশের হারদায় জোড়া রেল দুর্ঘটনার জেরে ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেললাইন মেরামতির কাজ চলছে। এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিল করা না হলেও বহু ট্রেনের রুটের পরিবর্তন করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন হয়েছে কোলাপুর-হজরত নিজামুদ্দিন এক্সপ্রেস, পুনে- জম্মুতাওয়াই ঝিলম এক্সপ্রেস, মুম্বই-ফিরোজপুর পঞ্জাব মেল, লোকমান্য তিলক-গোরখপুর কুশিনগর এক্সপ্রেস, মুম্বই-অমৃতসর, হাওড়া মেল ভায়া এলাহাবাদ সহ একুশটি ট্রেনের। বারাণসী, পাটনা, ভোপাল, দানাপুর সহ একাধিক স্টেশনে ওই দুটি ট্রেনের যাত্রীদের সম্বন্ধে তথ্য জানাতে হেল্পডেস্ক খুলেছে রেল।

.