শেষের মুখে মাহীকে উদ্ধারের কাজ, উৎকণ্ঠায় সারা দেশ

এখনও উদ্ধার করা সম্ভব হল না মানেসরের খো গ্রামে গর্তে পড়ে যাওয়া মাহীকে। তবে উদ্ধার কাজ যে শেষ পর্যায় এসে পৌঁছিয়েছে সে কথা জানানো হয়েছে। শিশুটির কাছাকাছি পৌঁছতে পারা গেছে বলেও উদ্ধারকারী দলের তরফে দাবি করা হয়েছে। গর্তে নিয়মিত জল এবং অক্সিজেন সরবরাহর ব্যবস্থা করা হয়েছে।

Updated By: Jun 23, 2012, 05:07 PM IST

এখনও উদ্ধার করা সম্ভব হল না মানেসরের খো গ্রামে গর্তে পড়ে যাওয়া মাহীকে। তবে উদ্ধার কাজ যে শেষ পর্যায় এসে পৌঁছিয়েছে সে কথা জানানো হয়েছে। শিশুটির কাছাকাছি পৌঁছতে পারা গেছে বলেও উদ্ধারকারী দলের তরফে দাবি করা হয়েছে। গর্তে নিয়মিত জল এবং অক্সিজেন সরবরাহর ব্যবস্থা করা হয়েছে।
গত বুধবার জন্মদিনের আসর শেষে খেলা করতে করতে বাড়ির সামনে ৭০ ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় বছর চারেকের মাহি। তারপর থেকেই শুরু হয় উদ্ধারের কাজ। সেনাবাহিনীর সঙ্গে উদ্ধারের কাজে নেমেছে গুড়গাঁও র‍্যাপিড মেট্রো রেলও। ওই গর্তের সমান্তরাল একটি গর্ত খুঁড়ে শিশুটির কাছে পোঁছনোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু, মাটি অত্যন্ত শক্ত ও পাথুরে হওয়ায় গর্ত খুঁড়তে সমস্যা হচ্ছে বলে পুলিস প্রশাসনের তরফে জানানো হয়েছে। 
অন্যদিকে, বেআইনি নলকূপ খোঁড়ার জন্য স্থানীয় বাসিন্দা রোতাশ তায়ালের বিরুদ্ধে অভিযোগ জানান হয়েছে।
উদ্ধারের কাজে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা।

.