সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। গত উনত্রিশে সেপ্টেম্বর রেপো রেট পঞ্চাশ বেসিস পয়েন্ট কমিয়ে ছয় দশমিক সাতপাঁচ শতাংশ করেছিল শীর্ষ ব্যাঙ্ক। ক্যাশ রিজার্ভ রেসিও কমিয়ে করা হয় চার শতাংশ। সেই হারই অপরিবর্তিত রাখা হয়েছে।

Updated By: Dec 1, 2015, 09:50 PM IST
সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

ওয়েব ডেস্ক: সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। গত উনত্রিশে সেপ্টেম্বর রেপো রেট পঞ্চাশ বেসিস পয়েন্ট কমিয়ে ছয় দশমিক সাতপাঁচ শতাংশ করেছিল শীর্ষ ব্যাঙ্ক। ক্যাশ রিজার্ভ রেসিও কমিয়ে করা হয় চার শতাংশ। সেই হারই অপরিবর্তিত রাখা হয়েছে।
আর্থিক বৃদ্ধির হার বেড়েছে। শিল্পমহলকে আরও উত্‍সাহ দিতে কেন সুদের হার কমানোর সাহসী সিদ্ধান্ত নিল না রিজার্ভ ব্যাঙ্ক? আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, সপ্তম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় কর্মীদের হাতে অতিরিক্ত অর্থ আসবে। যার প্রভাবে ফের মুদ্রাস্ফীতির আশঙ্কা থেকেই যায়।
তাই বাজার কীরকম আচরণ করে তা না দেখে এখনই অতিরিক্ত উদার হতে রাজি নয় শীর্ষ ব্যাঙ্ক।

.