আজ সুপ্রিমকোর্টে পেশ করা হবে সাহারা সুপ্রিমো সুব্রত রায়কে

সাহারার কর্ণধার সুব্রত রায়কে আজ পেশ করা হবে সুপ্রিম কোর্টে। বিনিয়োগকারীদের ২০,০০০ কোটি টাকা ফেরত না দেওয়ার মামলায় সুপ্রিমকোর্টে নির্ধারিত দিনে হাজিরা না দেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল শীর্ষ আদালত।

Updated By: Mar 4, 2014, 11:32 AM IST

সাহারার কর্ণধার সুব্রত রায়কে আজ পেশ করা হবে সুপ্রিম কোর্টে। বিনিয়োগকারীদের ২০,০০০ কোটি টাকা ফেরত না দেওয়ার মামলায় সুপ্রিমকোর্টে নির্ধারিত দিনে হাজিরা না দেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল শীর্ষ আদালত।

গত সপ্তাহের শুক্রবার পুলিসের কাছে আত্মসমর্পণ করেন সাহারা সুপ্রিমো। এরপর তাঁকে গ্রেফতার করে দু`দিনের পুলিসি হেফাজতে রাখা হয়।

লগ্নিকারীদের ২০ হাজার কোটি টাকা ফেরত না দেওয়ায় বুধবার সাহারা কর্তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। এরপরই বাড়ি ঘিরে ফেলে পুলিস। শেষপর্যন্ত আত্মসমর্পণ করেন সুব্রত রায়।

আত্মসমর্পণের পর গ্রেফতার। অথচ, লখনউ সিজেএম আদালতে নিজের বিলাসবহুল গাড়িতেই চড়েই গেলেন সুব্রত রায়। শুক্রবার আদালতে তাঁর আর্জি ছিল শুনানির সময় বাড়িতেই থাকতে চান সাহারাশ্রী। অন্যদিকে, তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় উত্তরপ্রদেশ পুলিস। চৌঠা মার্চ সুপ্রিম কোর্টে সাহারা কর্তাকে পেশ করতেই এই আবেদন জানানো হয় পুলিসের তরফে। কিন্তু, শুনানি শুরুর কিছুক্ষণের মধ্যেই তা স্থগিত করে দেন বিচারক। সংবাদমাধ্যম এবং অন্য সকলকে আদালত চত্বর থেকে সরে যেতে নির্দেশ দেন বিচারক। শেষপর্যন্ত অবশ্য উত্তরপ্রদেশ পুলিসের আবেদনেই সাড়া দিয়েছে আদালত।

এদিকে, আদালতে সাহারা গোষ্ঠীর দাবি লগ্নিকারীদের দুহাজার কোটি টাকাই বকেয়া রয়েছে। ২০ হাজার কোটি টাকা নয়। একই সঙ্গে সেবির বিরুদ্ধে নথি সঠিকভাবে পরীক্ষা না করার অভিযোগও তুলেছে সাহারা গোষ্ঠী।

.