ভারত সফরে সলমন বশির, দেখা করলেন আডবানীর সঙ্গে

আসন্ন ভারত-পাক বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে ভারত সফরে এলেন পাক হাইকমিশনার সলমন বাশির। শনিবার সপরিবার বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানীর সঙ্গে দেখা করেন তিনি।

Updated By: Sep 2, 2012, 11:17 AM IST

আসন্ন ভারত-পাক বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে ভারত সফরে এলেন পাক হাইকমিশনার সলমন বাশির। শনিবার সপরিবার বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানীর সঙ্গে দেখা করেন তিনি।
দিল্লিতে আডবাণীর বাসভবনে বশির এবং তার পরিবারকে সাদর অভ্যর্থনা জানানো হয়। ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সন্ত্রাস সহ দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন জারদারি। ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে দু`দেশই আগ্রহ প্রকাশ করেছে। ২৬/১১ মুম্বই সন্ত্রাসে পাকিস্তানের ভূমিকায় এখনও সন্তুষ্ট নয় নয়াদিল্লি। চলতি মাসের শেষেই ভারত-পাক বিদেশমন্ত্রী স্তরের বৈঠকের আগে দেশের প্রধান বিরোধী দলের মনোভাব বুঝে নিতে চাইছে পাকিস্তান। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।   

.