জামিন পেলেন মুন্নাভাই

প্রযোজক শকিল নুরানির করা মামলায় জামিন পেলেন সঞ্জয় দত্ত। শকিল নুরানিকে শাসানোর জন্য তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল মুম্বইয়ের আন্ধেরি আদালত। সোমবার সঞ্জয় হাজিরা দিলে তাঁর জামিন মঞ্জুর করে আন্ধেরি আদালত।

Updated By: Apr 22, 2013, 07:00 PM IST

প্রযোজক শকিল নুরানির করা মামলায় জামিন পেলেন সঞ্জয় দত্ত। শকিল নুরানিকে শাসানোর জন্য তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল মুম্বইয়ের আন্ধেরি আদালত। সোমবার সঞ্জয় হাজিরা দিলে তাঁর জামিন মঞ্জুর করে আন্ধেরি আদালত।
২০০২ সালে শকিল নুরানির সঙ্গে জান কি বাজি নামক একটি ছবিতে সই করেছিলেন সঞ্জয়। আগাম হিসেবে ৫০ লক্ষ টাকাও নিয়েছিলেন সঞ্জয়। ছবিটি শেষ পর্যন্ত মাঝপথেই থেমে যাওয়ায় সঞ্জয়কে দেওয়া ৫০ লক্ষ টাকা ফেরত চেয়েছিলেন শকিল। এমনকী, ছবিতে ক্ষতি হওয়া ২ কোটি টাকাও সঞ্জয়ের কাছে দাবি করেছিলেন শকিল। শকিলের অভিযোগ ছিল, সঞ্জয় তাঁকে টাকা ফেরত দিতে অস্বীকার করার পাশাপাশি নিজের অপরাধ জগতের যোগসূত্র দিয়ে শকিলকে হুমকিও দেন।
আদলতে মামলা করার আগে শকিল তাঁর অভিযোগ নিয়ে ইন্ডিয়ান মোশন পিকচারস অ্যাসোসিয়েশনের কাছে যান। আইএমপিপিএ সঞ্জয়কে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়। এরপর নুরানি বম্বে হাইকোর্টে মামলা দায়ের করলে আদালতের সমন অগ্রাহ্য করেন সঞ্জয়। অবশেষে আন্ধেরি আদালতের দ্বারস্থ হয়েছিলেন শকিল।

.