দুই রাজ্যে বিজেপির জোড়া জয় আর ডিজেলে বাজারীকরণে চনমনে সেনসেক্স

মহারাষ্ট্র-হরিয়ানায় বিজেপির জয় আর ডিজেলে ভর্তুকি বন্ধের সিদ্ধান্ত। এই দুয়ের জেরে সপ্তাহের প্রথম দিনেই চড়ল বাজার।

Updated By: Oct 20, 2014, 01:49 PM IST
দুই রাজ্যে বিজেপির জোড়া জয় আর ডিজেলে বাজারীকরণে চনমনে সেনসেক্স

ব্যুরো: মহারাষ্ট্র-হরিয়ানায় বিজেপির জয় আর ডিজেলে ভর্তুকি বন্ধের সিদ্ধান্ত। এই দুয়ের জেরে সপ্তাহের প্রথম দিনেই চড়ল বাজার।

আজ লেনদেন শুরু হতেই চারশো পয়েন্ট বেড়ে যায় মুম্বই শেয়ার সূচক সেনসেক্স। সাত হাজার নশো পয়েন্টে পৌছে যায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটিও। শনিবার, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ডিজেলের দাম বাজারের হাতে ছেড়ে দেওয়া এবং প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যার জেরে আজ সপ্তাহের প্রথম দিন শেয়ার বাজার খুলতেই ওএনজিসি সহ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির শেয়ারের চাহিদা বাড়ে।

মুদ্রাস্ফীতি কমে আসায় রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমাবে, এই আশায় দর বেড়েছে বিভিন্ন ব্যাঙ্কের শেয়ারের। যার নিট ফল সপ্তাহের প্রথম দিনই তেজি শেয়ার বাজার। জাপান, আমেরিকার স্টক এক্সচেঞ্জগুলির চাঙ্গা ভাবও ইতিবাচক প্রভাব ফেলেছে ভারতের শেয়ার বাজারে।

.