চমকপ্রদভাবে ঘুরে দাঁড়াল সেনসেক্স, বাড়ল টাকার দাম

বৃহস্পতিবার চমকপ্রদভাবে ঘুরে দাঁড়াল সেনসেক্স । বাজার খুলতেই ৭০০পয়েন্টে ছুঁয়ে সেনসেক্স এখন ২০হাজারের গন্ডিতে ট্রেড করছে। নিফটিও ১৫০ পয়েন্ট বেড়ে ছয় হাজারে ঘরে ঢুকে যায়। গতকাল থেকেই সেনসেক্স উর্ধমুখী ছিল। কুড়ি হাজারের ছোঁয়ার অপেক্ষায় বন্ধ হয়। বিশ্ববাজারও বেশ চাঙ্গা আজ।

Updated By: Sep 19, 2013, 12:42 PM IST

বৃহস্পতিবার চমকপ্রদভাবে ঘুরে দাঁড়াল সেনসেক্স । বাজার খুলতেই ৭০০ পয়েন্টে ছুঁয়ে সেনসেক্স এখন ২০হাজারের গন্ডিতে ট্রেড করছে। নিফটিও ১৫০ পয়েন্ট বেড়ে ছয় হাজারে ঘরে ঢুকে যায়। গতকাল থেকেই সেনসেক্স উর্ধমুখী ছিল। কুড়ি হাজারের ছোঁয়ার অপেক্ষায় বন্ধ হয়। বিশ্ববাজারও বেশ চাঙ্গা আজ।
দেশের আর্থিক মন্দার মধ্যেও শেয়ার মার্কেটে ক্ষণিকের জোয়ার আসার কারণ হিসাবে মনে করা হচ্ছে আমেরিকার ফেডেরাল রিজার্ভ বাজার দরে বন্ড ক্রয়। ইতিমধ্যে ৮৫ বিলিয়ন ডলার বন্ড ক্রয় করেছেন।
এদিকে ডলার পিছু টাকার দাম বেড়েছে। বাজার খুলতেই দেখা যায় টাকার দাম ডলার প্রতি ৬১.৮০ ছোঁয়। সপ্তাহখানেক আগে টাকার দাম যেভাবে মুখ থুবড়ে পড়েছিল, তার থেকে অনেকখানি আরোগ্যলাভ করতে পেরেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

.