পর্ন-সাইট নিষিদ্ধ করল সরকার

বিদেশের প্রায় সব বড় পর্নগ্রাফিক ওযেবসাইট ব্লক করে দিল কেন্দ্রীয় সরকার। রেড টিউব, ব্যাং ব্রাদার্স ডট কম, পর্ন হাব-এর মত পর্নগ্রাফিক ওয়েবসাইটকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার। সূত্রের খবর এরপর সমস্ত ধরনের পর্ন সাইট নিষিদ্ধ ঘোষণা করা হবে। পর্ন নিষিদ্ধ করার বিষয়ে গত মাসেই শীর্ষ আদালত জানিয়ে ছিল ভারতে নিষিদ্ধ করা যাবে না পর্ন-সাইট।

Updated By: Aug 2, 2015, 08:11 AM IST

ওয়েব ডেস্ক: বিদেশের প্রায় সব বড় পর্নগ্রাফিক ওযেবসাইট ব্লক করে দিল কেন্দ্রীয় সরকার। রেড টিউব, ব্যাং ব্রাদার্স ডট কম, পর্ন হাব-এর মত পর্নগ্রাফিক ওয়েবসাইটকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার। সূত্রের খবর এরপর সমস্ত ধরনের পর্ন সাইট নিষিদ্ধ ঘোষণা করা হবে। পর্ন নিষিদ্ধ করার বিষয়ে গত মাসেই শীর্ষ আদালত জানিয়ে ছিল ভারতে নিষিদ্ধ করা যাবে না পর্ন-সাইট।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ এল ডাট্টু জানিয়েছিলেন, কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি ঘরে বসে পর্ন সাইটে দেখেন, তাঁকে ঠেকানোর উপায় নেই। জোর করে তাঁকে আটকানো মানে আর্টিকেব ২১-এর অবমাননা করা।

.