ভারত-পাক সমস্যা এক দিনে মেটার নয়: ‌‌খুরশিদ

দু`দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে সময় লাগবে। এমনাই মনে করছেন ভারতের বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। পাক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আসরফের আজমের শরিফ সফরের পর বিদেশমন্ত্রীর তরফে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

Updated By: Mar 10, 2013, 07:35 PM IST

দু`দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে সময় লাগবে। এমনাই মনে করছেন ভারতের বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। পাক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আসরফের আজমের শরিফ সফরের পর বিদেশমন্ত্রীর তরফে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।
ভারত-পাক আবার কবে আধিকারিক পর্যায়ের বৈঠকে বসবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলতে পারেননি খুরশিদ। এ দিন খুরশিদ বলেন, "এক মুহূর্তে বা এক দিনে কখনও সফলতা পাওয়া যায় না।" ধীরে ধীরে আলোচনার পরিবেশ গড়ে তোলা হবে বলে মনে করেন খুরশিদ। পাক প্রধানমন্ত্রীর সফরে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রী একথা বলেন।

.