পাতে মিষ্টিতে টান, বাড়তে চলেছে চিনির দাম

পিঁয়াজ, খাদ্যশস্যের পর এবার দাম বাড়তে পারে চিনির। চিনির আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র। পনেরো শতাংশ থেকে আমদানি শুল্ক বাড়িয়ে চল্লিশ শতাংশ করা হয়েছে। খাদ্যমন্ত্রী রাসবিলাস পাসোয়ান জানিয়েছেন, চিনির রফতানির ওপর ভর্তুকিও বাড়ানো হচ্ছে। আগামী সেপ্টেম্বর পর্যন্ত টনপিছু তিনহাজার তিনশো টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Updated By: Jun 23, 2014, 06:29 PM IST

পিঁয়াজ, খাদ্যশস্যের পর এবার দাম বাড়তে পারে চিনির। চিনির আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র। পনেরো শতাংশ থেকে আমদানি শুল্ক বাড়িয়ে চল্লিশ শতাংশ করা হয়েছে। খাদ্যমন্ত্রী রাসবিলাস পাসোয়ান জানিয়েছেন, চিনির রফতানির ওপর ভর্তুকিও বাড়ানো হচ্ছে। আগামী সেপ্টেম্বর পর্যন্ত টনপিছু তিনহাজার তিনশো টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, আখকলগুলি যাতে চাষীদের টাকা ফেরাতে পারে সেজন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে কেন্দ্র । এজন্য চিনি কলগুলিকে অতিরিক্ত চার হাজার চারশো কোটি টাকার ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। যদিও খাদ্যমন্ত্রীর দাবি, ভারতে যথেষ্ট পরিমান চিনি মজুত রয়েছে।ফলে আমদানি শুল্ক বাড়ার প্রভাব পড়বে না চিনির দামে।

.