আন্তর্জাতিক স্পেস ষ্টেশনের দায়িত্বে সুনিতা উইলিয়ামস

সুনিতা উইলিয়ামসের মাথায় নতুন পালকের সংযোজন হল। এই ইন্দো-আমেরিকান মহাকাশচারিণী এবার একটি আন্তর্জাতিক স্পেস ষ্টেশনের দায়িত্বে নিযুক্ত হলেন। এরসঙ্গেই জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়। বিশ্বের ইতিহাসে দ্বিতীয় মহিলা হিসাবে এরকম একটি দায়িত্বে নিযুক্ত হলেন তিনি।

Updated By: Sep 17, 2012, 03:21 PM IST

সুনিতা উইলিয়ামসের মাথায় নতুন পালকের সংযোজন হল। এই ইন্দো-আমেরিকান মহাকাশচারিণী এবার একটি আন্তর্জাতিক স্পেস ষ্টেশনের দায়িত্বে নিযুক্ত হলেন। এরসঙ্গেই জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়। বিশ্বের ইতিহাসে দ্বিতীয় মহিলা হিসাবে এরকম একটি দায়িত্বে নিযুক্ত হলেন তিনি।
অভিজ্ঞ রুশ মহাকাশচারী  ইয়ুরি মালেনচেঙ্কো এবং জাপানের আকিহিকো হোশিডে উইলিয়ামসের নেতৃত্বে এক্সপিদিশন-৩২ এর দায়িত্বে থাকবেন অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত।
রাশিয়ার মহাকাশযান সোয়ায রবিবার এই স্পেস ষ্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গেই কমান্ডর জেনাডি পাদালকার কাছ থেকে স্পেস ষ্টেশনের দায়িত্ব হাতে নেন নাসার সুনিতা উইলিয়ামস।

.