গ্রেফতার হুরিয়ত চেয়ারম্যান গিলানি

পুলিসের হাতে গ্রেফতার হল হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান সৈয়দ আলি শাহ গিলানি। তার উপর জারি করা বিধি নিষেধ অগ্রাহ্য করায় এই কট্টরপন্থী হুরিয়ত নেতাকে নিউ এয়ারপোর্ট রোডে তার হামহামার বাসভবন থেকে গ্রফতার করা হয় বলে জানা গেছে হুরিয়ত মুখপাত্রের মাধ্যমে।

Updated By: Jul 26, 2016, 09:16 AM IST
গ্রেফতার হুরিয়ত চেয়ারম্যান গিলানি

ওয়েব ডেস্ক: পুলিসের হাতে গ্রেফতার হল হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান সৈয়দ আলি শাহ গিলানি। তার উপর জারি করা বিধি নিষেধ অগ্রাহ্য করায় এই কট্টরপন্থী হুরিয়ত নেতাকে নিউ এয়ারপোর্ট রোডে তার হামহামার বাসভবন থেকে গ্রফতার করা হয় বলে জানা গেছে হুরিয়ত মুখপাত্রের মাধ্যমে।

আরও পড়ুন- বিচ্ছিন্নতাবাদীদের প্রতি পাঞ্জাবি কিশোরীর সাহসী বার্তা

এদিন, অনন্তনাগ এলাকা অবধি একটি মিছিলে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এই 'বিচ্ছিন্নতাবাদী' নেতা। প্রসঙ্গত, কাশ্মীরের এই প্রবল অশান্তি ও প্রাণ নাশের আবহে, অনন্তনাগ এলাকাতেই সবচেয়ে বেশী প্রাণহানি ঘটেছে। এর পাশাপাশি, অনন্তনাগ থেকে লাল চকে গিয়ে গিলানির 'আজাদ কাশ্মীর'-এর দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তৃতা দেওয়ার কথা ছিল। আর এই সব ঘটলে এলাকায় আরও উত্তেজনা ছড়ানোর আশঙ্কা থেকেই পুলিস তাকে গ্রেফতার করেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- কাশ্মীরে অশান্তির পিছনেই পাকিস্তানই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

.