টিকিট চলে ‌যাচ্ছে দালালদের হাতে, সিবিআইয়ের নজরে এবার তৎকাল বুকিং সফটওয়্যার

নকল সফটওয়্যার ব্যবহার করে পিএনআর জেনারেটিং প্রসেসকে আরও দ্রত করে ফেলা হচ্ছে

Updated By: Dec 31, 2017, 07:45 PM IST
টিকিট চলে ‌যাচ্ছে দালালদের হাতে, সিবিআইয়ের নজরে এবার তৎকাল বুকিং সফটওয়্যার

নিজস্ব প্রতিবেদন: টিকিট কেটেছেন অথচ কনফার্ম হয়নি। অথবা জরুরি প্রয়োজনে কাটছেন রেলের তৎকাল টিকিট। অনলাইনে কাটার চেষ্টা করলেন কিন্তু পেলেন না। কিন্তু দালাল ধরতেই সেই টিকিট পেয়ে গেলেন। এরকম চলে আসছিল এতদিন। এবার এই তৎকাল বুকিং সফটওয়্যারই সিবিআইয়ের নজরে।

সম্প্রতি সিবিআই গ্রেফতার করছে সিবিআইয়েরই এক কর্মীকে। তার পরেই তৎকাল বুকিংয়ে জালিয়াতি নজরে এসেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার। ওই সিবিআই কর্মী নিজেই একটি তৎকাল বুকিং সফটওয়্যার বানিয়ে ফেলেছিলেন। তাঁকে জেরা করে মিলেছে আরও অনেক অনলাইন তৎকাল বুকিং সফটওয়্যারের হদিশ। এবার সেইসব সফটওয়্যারের উপরে নজর রাখছে সিবিআই।

আরও পড়ুন-স্বাধীনতার পর প্রথমবার পুরুষ ছাড়াই হজযাত্রায় ১৩০০ মুসলিম মহিলা

সংবাদ সংস্থার খবর অনু‌যায়ী, টিকিট দালালরা ওই ধরনের জাল সফটওয়্যার ব্যবহার করে তৎকাল টিকিট কিনে ফেলছে। আর সেই টিকিট বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। সিবিআই অভিমত, ওই ধরনের নকল সফটওয়্যার ব্যবহার করে পিএনআর জেনারেটিং প্রসেসকে আরও দ্রত করে ফেলা হচ্ছে। ফলে সাধারণ ‌যাত্রীরা ‌যাঁরা আইআরসিটিসির ক্যাপচা দিয়ে লগ ইন করছেন তারা পিছিয়ে পড়ছেন। টিকিট নিয়ে ‌যাচ্ছে জালিয়াতরা। এবার ওই ধরনের বুকিং সফটওয়্যারের বিরুদ্ধেই অভি‌যানে নামছে সিবিআই।

.