মোদীর সঙ্গে যুদ্ধের আগে পাটলিপুত্রে দাদা-ভাইয়ের কুরুক্ষেত্র!

ভাইয়ের সঙ্গে কাজিয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন তেজপ্রতাপ যাদব।

Updated By: Jun 9, 2018, 09:06 PM IST
মোদীর সঙ্গে যুদ্ধের আগে পাটলিপুত্রে দাদা-ভাইয়ের কুরুক্ষেত্র!

নিজস্ব প্রতিবেদন: পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে জেলে লালুপ্রসাদ যাদব। 'অভিভাবকহীন' আরজেডির দায়িত্ব এখন লালুর ছোট ছেলে তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের হাতে। ছোটভাইয়ের 'দাদাগিরি' কি মেনে নিতে পারছেন না লালুর বড় ছেলে তেজপ্রতাপ যাদব? বিহারের রাজনীতির অলিন্দে ঘুরছে এই প্রশ্নই। দাদা-ভাইয়ে কলহের জল্পনা অবশ্য উড়িয়ে দিয়েছেন তেজপ্রতাপ যাদব। তাঁর দাবি, এসবই সঙ্ঘের লোকেদের চক্রান্ত। 

বিহারে নীতীশের হাত মিলিয়ে আরজেডি সরকারে আসার পর নিজের ছোট ছেলে তেজস্বী যাদবকে উপমুখ্যমন্ত্রী করেছিলেন লালুপ্রসাদ যাদব। অনেকেই বলেন, পোড়খাওয়া রাজনীতিক লালুু বুঝতে পেরেছিলেন রাজনীতির প্যাঁচে কমজোরি বড় ছেলে তেজপ্রতাপ। আর লালুর অনুপস্থিতিতে বর্তমানে দলের যাবতীয় দায়িত্বই তেজস্বীর কাঁধে। কর্ণাটকে কুমারস্বামীর শপথগ্রহণ মঞ্চে বিজেপি বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। রাহুল গান্ধীও তেজস্বীর সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। আরজেডির সাংবাদিক বৈঠকেও দেখা যায় সপ্রতিভ তেজস্বী যাদবকেই। টুইটারে সপ্রতিভ তিনি। স্বভাবতই লালুর হাতে গড়া দলে তেজপ্রতাপের চেয়ে তেজস্বীর দরই ঊর্ধ্বমুখী। শোনা যাচ্ছে, নেতারা নাকি তেজপ্রতাপের ফোনও ধরেন না। যা নিয়ে গোঁসাঘরে লালুর বড় ছেলে। টুইটারে রাজনীতি থেকে সন্ন্যাসেরও ইঙ্গিত দেন। তিনি লেখেন, ''অর্জুনকে হস্তিনাপুরের ক্ষমতায় বসিয়ে দ্বারকায় চলে যাব।'' 

ভাইয়ের সঙ্গে কাজিয়ার জল্পনা অবশ্য উড়িয়ে দিয়েছেন তেজপ্রতাপ যাদব। তাঁর কথায়, ''রাজেন্দ্র পাসোয়ানের মতো লোকেরা দলের কাজ করেছেন। লালুজি, রাবড়িজি ও তেজস্বীকে বলার পরই তাঁকে পদ দেওয়া হয়েছে। কেন এত দেরি হল? দলের লোকেরা আমার ফোন ধরেন না। তাঁদের দাবি, প্রবীণ নেতারাই নাকি এমন নির্দেশ দিয়েছেন। দল থেকে অসামাজিক লোকেরা ভাঙন ধরাতে চাইছে। এই ধরনের লোকেদের সনাক্ত করে বহিষ্কার করতে হবে।'' তেজপ্রতাপ আরও বলেন,''সঙ্ঘের লোকেরা গুজব রটাচ্ছে। তেজপ্রতাপ আমার হৃদয়ের টুকরো।''

 

বিজেপি বিরোধী জোটে অন্যতম শরিক আরজেডি। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে দুই ভাইয়ের মতানৈক্যর ফায়দা তুলবে বিজেপি-জেডিইউ, তা বেশ ভালই বোঝেন তেজস্বী-তেজপ্রতাপ। আগামিদিনে দলের ঐক্য ধরে রাখাই দুই ভাইয়ের চ্যালেঞ্জ।        

আরও পড়ুন- ২০০ কোটি টাকার সম্পত্তি সরকারি ইঞ্জিনিয়ারের! ফাঁস আয়কর হানায়

.