নীতীশের বিরুদ্ধে প্রধান মুখ হিসাবে লড়বেন তেজস্বীই, জল্পনা উড়িয়ে স্পষ্ট করলেন কানাইয়া

পাখির চোখ মোদীকে হারানো। সম্প্রতি বিজেপির বিরুদ্ধে ওঠা একাধিক বিতর্কে রাহুলের মতো নিজেকেও শানিয়ে নিচ্ছেন কানাইয়া।

Updated By: Nov 11, 2018, 06:25 PM IST
নীতীশের বিরুদ্ধে প্রধান মুখ হিসাবে লড়বেন তেজস্বীই, জল্পনা উড়িয়ে স্পষ্ট করলেন কানাইয়া
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: মাথার উপর ঝুলছে কমপক্ষে ১২টি মামলা। কখনও দেশদ্রোহী, কখনও বা অভব্য আচরণের অভিযোগে একাধিক শহর থেকে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে, উনিশে বিহারের বেগুসরাই থেকে ভোটে লড়তে ভীষণ রকম প্রত্যয়ী জেএনইউ-র প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার। ইতিমধ্যেই নিজের গ্রামের এমন স্লোগানও শোনা যাচ্ছে, ‘বেগুসরাই কা সংসার ক্যায়সা হোয়, কানাইয়া কুমার জ্যায়সা হো।’ তাই তিনি বলেই ফেললেন, “এক জোট থাকলে, এ বারে ভোটে লড়বেন নিশ্চিত।”

আরও পড়ুন- ঘুষকাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা জনার্দন রেড্ডি

পাখির চোখ মোদীকে হারানো। সম্প্রতি বিজেপির বিরুদ্ধে ওঠা একাধিক বিতর্কে রাহুলের মতো নিজেকেও শানিয়ে নিচ্ছেন কানাইয়া। পটনায় সিপিএমের ‘বিজেপি হটাও দেশ বাঁচাও’ পদযাত্রায় যোগ দিয়েছেন তিনি। সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ায় ইতিমধ্যে কানাইয়াকে সমর্থন করছেন কংগ্রেসের গুলাম নবি আজ়াদ, ন্যাশনাল কংগ্রেস পার্টির ডিপি ত্রিপাঠি, প্রাক্তন বিহারের মুখ্যমন্ত্রী জিতেন রাম মানঝি প্রমুখ।

আরও পড়ুন- ধর্ষণের ব্যর্থ চেষ্টা, কুকীর্তি চাপা দিতে ৭৫ বছরের বৃদ্ধাকে মাথা থেঁতলে খুন তরুণের

 রবিবার, রাফাল বিতর্কে মোদীকে একহাত নিলেন ৩১ বছর বয়সী প্রাক্তন ছাত্র নেতা। তিনি দাবি করেন, কেদারনাথে গিয়ে জওয়ানদের মিষ্টিমুখ করাচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু তাঁদেরকে অন্তত রাফালের দাম জানানো উচিত মোদীর। পাশাপাশি, অযোধ্যায় রাম মন্দির তৈরি নিয়ে বিজেপির তত্পরতাকেও কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, মোদী যখন কাজ দিয়ে মন জয় করতে পারছেন না, তখন রামের জপ করে ভোটের বৈতরণী পার হতে চাইছেন।

তবে, বিহারে নীতীশের বিরদ্ধে প্রধান মুখ কে হবেন? কানাইয়াকে নিয়েও রীতমতো জল্পনা শুরু হয়েছে। তবে, কানাইয়া এ দিন সাফ জানিয়ে দেন, তেজস্বী যাদবই লড়বেন নীতীশ কুমারের বিরুদ্ধে। নতুন মুখ উঠে আসছে বিহারের রাজনীতিতে। তেজস্বীর নেতৃত্বে বিরোধীরা লড়বে বলে এ দিন স্পষ্ট করেন কানাইয়া কুমার।

.