আজ সংসদে শীতকালীন অধিবেশনের শেষ দিন

আজ সংসদে শীতকালীন অধিবেশনের শেষ দিন। সরকার-বিরোধী তুমুল তরজায় নোট বাতিল নিয়ে  গতকালও আলোচনা হয়নি। আজ আলোচনা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। নোট বাতিল নিয়ে ভোটাভুটি ছাড়াই  আলোচনায় রাজি হয়েছে বিরোধীরা। সরকারপক্ষ পাল্টা দাবি তোলে চপার কেলেঙ্কারি নিয়ে বিতর্ক শুরু করতে হবে।

Updated By: Dec 16, 2016, 08:36 AM IST
আজ সংসদে শীতকালীন অধিবেশনের শেষ দিন

ওয়েব ডেস্ক: আজ সংসদে শীতকালীন অধিবেশনের শেষ দিন। সরকার-বিরোধী তুমুল তরজায় নোট বাতিল নিয়ে  গতকালও আলোচনা হয়নি। আজ আলোচনা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। নোট বাতিল নিয়ে ভোটাভুটি ছাড়াই  আলোচনায় রাজি হয়েছে বিরোধীরা। সরকারপক্ষ পাল্টা দাবি তোলে চপার কেলেঙ্কারি নিয়ে বিতর্ক শুরু করতে হবে।

আরও পড়ুন বিশ্বের সর্বকালের সেরা চোর তাহলে এরাই!

এর পাশাপাশি, নোট বাতিলের জেরে কৃষকদের সমস্যা নিয়ে আলোচনার দাবি তুলেছে কংগ্রেস। মোদীর বিরুদ্ধে তোপ দেগেছেন রাহুলও। সব মিলিয়ে আপাতত শাসক-বিরোধী সন্ধির কোনও সম্ভাবনা নেই। তাই শেষ দিনের ছবিটাও যে বদলাবে না, তা হলফ করেই বলা যায়।

আরও পড়ুন  আজ রাহুল গান্ধীর নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে একজোট বিরোধী শিবির

.