২ ডিসেম্বর মাঝরাত পর্যন্ত জাতীয় সড়কে মকুব টোলট্যাক্স

নোট বাতিল ইস্যুতে যখন গোটা দেশ তোলপাড় তখন কিছুটা ভোগান্তি কমাতে জাতীয় সড়কে টোল ট্যাক্স মকুবের মেয়াদ বাড়ানো হল ২ ডিসেম্বর মধ্যরাত প‌র্যন্ত। আজ কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। এক ট্যুইট বার্তায় কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি।

Updated By: Nov 24, 2016, 07:55 PM IST
২ ডিসেম্বর মাঝরাত পর্যন্ত জাতীয় সড়কে মকুব টোলট্যাক্স

ওয়েব ডেস্ক : নোট বাতিল ইস্যুতে যখন গোটা দেশ তোলপাড় তখন কিছুটা ভোগান্তি কমাতে জাতীয় সড়কে টোল ট্যাক্স মকুবের মেয়াদ বাড়ানো হল ২ ডিসেম্বর মধ্যরাত প‌র্যন্ত। আজ কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। এক ট্যুইট বার্তায় কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি।

আরও পড়ুন- মনমোহনকে পাল্টা তোপ অরুণ জেটলির

এছাড়াও, ৩ থেকে ১৫ই ডিসেম্বর প‌র্যন্ত পুরনো নোটে শুল্ক মেটানো ‌যাবে জাতীয় সড়কগুলিতে। গত ৮ নভেম্বর পুরনো নোট বাতিলের পর থেকেই জাতীয় সড়কগুলিতে দীর্ঘ ‌যানজট তৈরি হয়। পুরনো নোটে ট্যাক্স নিতে অস্বীকার করায় আতান্তরে পড়েন চালকরা। এর পরই তড়িঘড়ি ২৪ নভেম্বর প‌র্যন্ত ‌যাবতীয় শুল্ক মুকুবের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এদিন বাড়ানো হল তার মেয়াদ।

.