আন্না হাজারের কোর গ্রুপে ভাঙন, কেজরিওয়ালদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ

কাশ্মীর ইস্যুতে প্রশান্ত ভূষণের বিতর্কিত মন্তব্যের পরই টিম আন্নার অন্দরের মতপার্থক্যটা সামনে এসেছিল। এর পর স্বামী অগ্নিবেশ আন্না হাজারের কোর গ্রুপে `গণতন্ত্রহীনতা`র অভিযোগ তুলে বিতর্কটা আরও উস্কে দিয়েছিলেন।

Updated By: Oct 19, 2011, 10:43 AM IST

কাশ্মীর ইস্যুতে প্রশান্ত ভূষণের বিতর্কিত মন্তব্যের পরই টিম আন্নার অন্দরের মতপার্থক্যটা সামনে এসেছিল। এর পর স্বামী অগ্নিবেশ আন্না হাজারের কোর গ্রুপে `গণতন্ত্রহীনতা`র অভিযোগ তুলে বিতর্কটা আরও উস্কে দিয়েছিলেন। হিসার লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের পর অরবিন্দ কেজরিওয়াল, কিরণ বেদিদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনে টিম আন্না ছাড়লেন রাজেন্দ্র সিং এবং পি ভি রাজাগোপাল।
রাজস্থানের খ্যাতনামা সমাজকর্মী রাজেন্দ্র সিং `তরুণ ভারত সঙ্ঘ` নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার। আলোয়ার জেলার গ্রামবাসীদের বৃষ্টির জল সংরক্ষণ করে কৃষিক্ষেত্রে ব্যবহারের পদ্ধতি শিখিয়ে স্বনির্ভর করেছেন তিনি। এরই স্বীকৃতিতে পেয়েছেন ম্যাগসাইসাই পুরস্কার। গান্ধি পিস ফাউন্ডেশনের কর্ণধার পিভি রাজাগোপাল দীর্ঘদিন ধরেই মধ্যপ্রদেশের ভূমিহীন কৃষকদের সঙ্গে নিয়ে অহিংস ভূমিসংস্কার আন্দোলন পরিচালনা করছেন। তাঁদের দুজনেরই অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া আন্নার আন্দোলন ধীরে ধীরে পুরদস্তুর রাজনৈতিক মঞ্চে পরিণত হচ্ছে। যে ভাবে, অরবিন্দ কেজরিওয়াল, কিরণ বেদিরা টিম আন্নার কোর কমিটির অনুমোদন ছাড়াই হিসার উপনির্বাচনে কংগ্রেস বিরোধী প্রচার চালিয়েছেন তার তীব্র বিরোধিতা করেছেন রাজেন্দ্র সিং এবং পি ভি রাজাগোপাল। তাঁদের দাবি, কোনও নির্দিষ্ট রাজনৈতিক
দলকে টার্গেট করাটা আন্নার প্রাথমিক কর্মসূচিতে ছিল না। হিসারে কংগ্রেসের পরাজয়কে কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে জনতার রায় বলেও মানতে চাননি আন্না হাজারের কোর কমিটি ছেড়ে আসা দুই সমাজকর্মী। তাঁদের অভিযোগ, কিছু ব্যক্তি নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যপূরণের লক্ষ্যে আন্নার মঞ্চের অপব্যবহার করছেন।

.