তেলেঙ্গানা নিয়ে উত্তপ্ত অন্ধ্রপ্রদেশ, চলছে বন্‍ধ

তেলেঙ্গানা নিয়ে কংগ্রেস ও ইউপিএর সিদ্ধান্তের পরই উত্তপ্ত অন্ধ্রপ্রদেশ। সিদ্ধান্তের বিরোধিতা করে বন্‍ধ-এর ডাক দিয়েছে পৃথক তেলেঙ্গানা-বিরোধী শিবির। যার প্রভাব পড়েছে উপকূলবর্তী অন্ধ্রসহ রাজ্যের দক্ষিণ অংশে। ক্ষোভের আঁচ মিলছে অখন্ড অন্ধ্রের দাবি জানিয়ে আসা কংগ্রেস নেতাদের মধ্যেও।

Updated By: Jul 31, 2013, 10:32 AM IST

তেলেঙ্গানা নিয়ে কংগ্রেস ও ইউপিএর সিদ্ধান্তের পরই উত্তপ্ত অন্ধ্রপ্রদেশ। সিদ্ধান্তের বিরোধিতা করে বন্‍ধ-এর ডাক দিয়েছে পৃথক তেলেঙ্গানা-বিরোধী শিবির। যার প্রভাব পড়েছে উপকূলবর্তী অন্ধ্রসহ রাজ্যের দক্ষিণ অংশে। ক্ষোভের আঁচ মিলছে অখন্ড অন্ধ্রের দাবি জানিয়ে আসা কংগ্রেস নেতাদের মধ্যেও।
দল এবং সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন গুন্টুরের সাংসদ আরএস রাও। ক্ষোভের কথা জানাতে আজই তেলেঙ্গানা বিরোধী কংগ্রেসের মন্ত্রী সাংসদেরা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডির সঙ্গে দেখা করবেন।
পৃথক তেলেঙ্গানা নিয়ে কংগ্রেস ও ইউপিএর সবুজ সঙ্কেতের পরই আজ বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী ছ-মাসের মধ্যেই এই পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের কাজ সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। তার আগে নতুন রাজ্য গঠনের লক্ষ্যে তৈরি করা হবে মন্ত্রিগোষ্ঠী। আজকের বৈঠকে সেই মন্ত্রীগোষ্ঠী তৈরি নিয়ে আলোচনা হতে পারে।

.