উত্তরাখণ্ডে এখনও আটক দু`হাজার পর্যটক, নিখোঁজ প্রায় তিন হাজার

উত্তরাখণ্ডে এখনও আটক হাজার দুয়েক পর্যটক। নিখোঁজ প্রায় তিন হাজার। বদ্রীনাথ, যোশীমঠ সহ বিভিন্ন জায়গায় চলছে ধ্বংসস্তুপ সরিয়ে মৃতদেহ উদ্ধারের পালা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে আজ জানিয়েছেন, রবিবারের মধ্যে পর্যটকদের উদ্ধারের কাজ শেষ হয়ে যাবে। কপ্টার দুর্ঘটনায় নিহত সেনাকর্মীদের আজ দেরাদুনে গার্ড অফ অনার দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগের পর আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য গিয়েছিলেন ওঁরা। মঙ্গলবার, গৌরীকুণ্ডে ভেঙে পড়ে কপ্টারে ছিলেন বায়ুসেনার পাঁচ জওয়ান, আইটিবিপি-র ছয় জওয়ান ও এনডিআরএফের ন-জন কর্মী। মারা যান সকলেই। শুক্রবার দেরাদুনে তাঁদের গার্ড অফ অনার দেওয়া হয়। দেরাদুনে পৌঁছে এ দিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণার সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিণ্ডে। তিনি জানান, আটকে পড়া পর্যটকদের উদ্ধারের পর্ব প্রায় শেষ। এবার, ধ্বংস্তুপের নিচে আটকে থাকা মৃতদেহগুলি খুঁজে বের করার ওপর জোর দেওয়া হবে। রাস্তা মেরামত সহ কেদার-বদ্রী, গঙ্গোত্রী-যমুনেত্রীর ভেঙে পড়া পরিকাঠামো নতুন করে গড়ে তুলতে একশো পঁচানব্বই কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। শনিবারের মধ্যে উদ্ধারের কাজ শেষ হয়ে যাবে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে উত্তরাখণ্ড সরকার।

Updated By: Jun 28, 2013, 07:36 PM IST

উত্তরাখণ্ডে এখনও আটক হাজার দুয়েক পর্যটক। নিখোঁজ প্রায় তিন হাজার। বদ্রীনাথ, যোশীমঠ সহ বিভিন্ন জায়গায় চলছে ধ্বংসস্তুপ সরিয়ে মৃতদেহ উদ্ধারের পালা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে আজ জানিয়েছেন, রবিবারের মধ্যে পর্যটকদের উদ্ধারের কাজ শেষ হয়ে যাবে। কপ্টার দুর্ঘটনায় নিহত সেনাকর্মীদের আজ দেরাদুনে গার্ড অফ অনার দেওয়া হয়।
প্রাকৃতিক দুর্যোগের পর আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য গিয়েছিলেন ওঁরা। মঙ্গলবার, গৌরীকুণ্ডে ভেঙে পড়ে কপ্টারে ছিলেন বায়ুসেনার পাঁচ জওয়ান, আইটিবিপি-র ছয় জওয়ান ও এনডিআরএফের ন-জন কর্মী। মারা যান সকলেই। শুক্রবার দেরাদুনে তাঁদের গার্ড অফ অনার দেওয়া হয়।
দেরাদুনে পৌঁছে এ দিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণার সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিণ্ডে। তিনি জানান, আটকে পড়া পর্যটকদের উদ্ধারের পর্ব প্রায় শেষ। এবার, ধ্বংস্তুপের নিচে আটকে থাকা মৃতদেহগুলি খুঁজে বের করার ওপর জোর দেওয়া হবে। রাস্তা মেরামত সহ কেদার-বদ্রী, গঙ্গোত্রী-যমুনেত্রীর ভেঙে পড়া পরিকাঠামো নতুন করে গড়ে তুলতে একশো পঁচানব্বই কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র।
শনিবারের মধ্যে উদ্ধারের কাজ শেষ হয়ে যাবে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে উত্তরাখণ্ড সরকার।

.