সামনের সপ্তাহ থেকেই দূরপাল্লার সমস্ত ট্রেনেই চালু হচ্ছে সুস্বাদু নিরামিষ মিল

Updated By: Nov 28, 2015, 09:14 PM IST
সামনের সপ্তাহ থেকেই দূরপাল্লার সমস্ত ট্রেনেই চালু হচ্ছে সুস্বাদু নিরামিষ মিল

 

ওয়েব ডেস্ক: দূরপাল্লার  ট্রেনযাত্রী, কিন্তু নিরামিষ খাবারে অভ্যস্ত, তাদের জন্য সুখবর।IRCTC- এর উদ্যোগে এবার দূরপাল্লার সমস্ত ট্রেনেই চালু হচ্ছে সুস্বাদু নিরামিষ মিল।  
চিন্তা নেই, এবার ট্রেনেই পাবেন  বিশুদ্ধ নিরামিষ আহার।   
এরআগে ট্রেনে উত্তরভারতীয় নিরামিষ আহার শুরু করা হয়েছিল।  কিন্তু তাতে মন ভরেনি  যাত্রীদের।  
এবার তাই নতুন উদ্যোগ। সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে ইন্ডিয়ান রেলের ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)।  
কী ভাবে মিলবে এই খাবার? রেলের (IRCTC) এর  অ্যাপস বা টোল ফ্রি নম্বরে ফোন নিজের টিকিটের PNR নম্বর ও বার্থ নম্বরটি বলে খাবারের মেনু কার্ড দেখে বুক করে দিলেই হল।
ট্রেন ছাড়ার আগেই সংস্থার কর্মীরা আপনার সংরক্ষিত আসনে আপনার খাবার পৌছে দিয়ে যাবেন।
সামনের সপ্তাহ থেকেই ট্রেন যাত্রীরা এই পরিষেবা পাবেন
হাওড়া-শিয়ালদহ থেকে ছাড়া দূরপাল্লার সব ট্রেনেই মিলবে এই পরিষেবা।
কী  থাকছে মেনুতে?ডাল, ভাত, সঙ্গে রুটি, একটি ভাজা, দুরকম সব্জি ও মিষ্টি। শুধু রুটি ও অন্যান্য আইটেম নিলে মিল খরচ ১২০ টাকা
ভাত-রুটি মিলিয়ে নিলে ১৫০ টাকা। রেলের নতুন উদ্যোগে নিরামিষভোজী রা খুশি হবে বলেই মনে করছে রেলকর্তৃপক্ষ।

.