জম্মুতে পুরসভার নির্বাচনে গেরুয়া ঝড়, গতবারের চেয়েও খারাপ ফল কংগ্রেসের

Oct 20, 2018, 22:06 PM IST
1/9

বিজেপির জয়জয়কার

bjp_9

জম্মু পুরসভার নির্বাচনে ক্লিনসুইপ বিজেপির। ৪৩টি আসন জিতল তারা।

2/9

বিজেপির জয়জয়কার

bjp_8

জম্মু পুরসভার ৭৫টি আসনের নির্বাচনে ৪৩ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ ভারতীয় জনতা পার্টি। কংগ্রেসের ভাঁড়ারে সেখানে মাত্র ১৪টি আসন।

3/9

বিজেপির জয়জয়কার

bjp_7

কংগ্রেসের চেয়েও বেশি আসন পেয়েছেন নির্দল প্রার্থীরা। তাঁদের ঝুলিতে ১৮টি আসন।   

4/9

বিজেপির জয়জয়কার

bjp_6

গত পুরসভার ভোট অর্থাত্ ২০০৫ সালে কংগ্রেস পেয়েছিল ২৬টি আসন। তখন জম্মু-কাশ্মীরে পিডিপি-র সঙ্গে জোট সরকারের অংশীদার ছিল রাহুল গান্ধীর দল। 

5/9

বিজেপির জয়জয়কার

bjp_5

জম্মু অঞ্চলের বাকি ৪৪৬টি ওয়ার্ড অর্থাত্ ৬টি পুরসভা কমিটি ও কাউন্সিলের মধ্যে ১৫টিরই দখল নিয়েছে বিজেপি। নির্দলরা পেয়েছে ১৫টি। এবং কংগ্রেস মাত্র ৫টি। 

6/9

বিজেপির জয়জয়কার

bjp_4

উল্লেখ্য, ১৩ বছর বাদে জম্মুতে অনুষ্ঠিত হল পুরসভার ভোটগ্রহণ। নির্বাচন বয়কট করেছিল পিডিপি, এনসি, সিপিএম ও বসপা। 

7/9

বিজেপির জয়জয়কার

bjp_3

গত ১৬ অক্টোবর জম্মুতে তিন দফার নির্বাচন সম্পন্ন হয়। ভোটদানের হার ৬৮.৪ শতাংশ। গত ৮ অক্টোবর শুরু হয়েছিল ভোটগ্রহণ প্রক্রিয়া। 

8/9

বিজেপির জয়জয়কার

bjp_2

জম্মু বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না বলেন,''বিজেপির উপরে ভরসা করছেন ভোটাররা। এভাবেই মানুষের সেবা করে যাব''। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের ভাল কাজ দেখেই মানুষ ভোট দিয়েছেন বলে দাবি রবীন্দ্রের। 

9/9

বিজেপির জয়জয়কার

bjp_1

ভোটে একটাও আসন না পেয়ে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টির চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী হর্ষ দেব সিং।