Assembly Election Results 2017

স্তন ক্যান্সারের লক্ষণ কী..

Oct 12, 2017, 05:38 PM IST
স্তন ক্যান্সারের লক্ষণ কী..
1/5

কখনও যদি অস্বাভাবিকভাবে স্তনের আকার পরিবর্তন হতে শুরু করে, তাহলে সাবধান হতে হবে।

স্তন ক্যান্সারের লক্ষণ কী..
2/5

দিনের পর দিন ধরে যদি স্তন বৃন্তের চারপাশ কালো রঙের হয়ে যেতে শুরু করে, তাহলে সাবধান হতে হবে। সেই সঙ্গে স্তন বৃন্ত থেকে যদি কখনও রক্তের মত কিছু বের হতে শুরু করে, তাহলেও সাবধান হওয়ার সময় এসেছে।

স্তন ক্যান্সারের লক্ষণ কী..
3/5

স্তনে যদি সব সময় যন্ত্রণা অনুভব করেন, শিগগিরই চিকিত্সকের কাছে যান। দীর্ঘদিন এইভাবে ব্যথা, যন্ত্রণায় ভুগলে স্তন ক্যান্সারের প্রবল সম্ভাবনা থাকে।

স্তন ক্যান্সারের লক্ষণ কী..
4/5

যদি স্তনের চারপাশ ফোলা মনে হয় কোনও সময়, তাহলেও সাবধান হওয়ার সময় এসেছে। অথবা যদি কখনও স্তনের চারপাশে ব্যথা অনুভব করেন, তাহলেও সাবধান হতে হবে।

স্তন ক্যান্সারের লক্ষণ কী..
5/5

কখনও যদি দেখতে পান, স্তন বৃন্ত থেকে কোনও তরল বের হচ্ছে, তাহলে সাবধান হয়ে যান। কারণ, স্তন বৃন্ত থেকে যে কোনও ধরণের নির্যাস বের হওয়া বেশ চিন্তার বিষয়। তাই এমন কিছু হলে দেরি করবেন না, চিকিত্সকের পরামর্শ নিন। অথবা যদি কখনও স্তনের চারপাশে ব্যথা অনুভব করেন, তাহলেও সাবধান হওয়ার সময় এসেছে।