আন্তর্জাতিক নারী দিবসে সমাজের চেতনা ফেরাতে ফ্যাশন শোয়ে অ্যাসিড আক্রান্তরা

Mar 09, 2018, 08:57 AM IST
1/6

acid show

মুখ পুড়ে গিয়েছে। সমাজের চোখে ওরা কুত্সিত। কিন্তু মনটা কি পুড়ে যায়? আন্তর্জাতিক নারী দিবসে ফ্যাশন মঞ্চ   মাতালেন অ্যাসিড আক্রান্তরা।

  মুখ পুড়ে গিয়েছে। সমাজের চোখে ওরা কুত্সিত। কিন্তু মনটা কি পুড়ে যায়? আন্তর্জাতিক নারী দিবসে ফ্যাশন মঞ্চ  মাতালেন অ্যাসিড আক্রান্তরা।   

2/6

acid sc

খোলাবাজারে অ্যাসিড বিক্রির ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই নিয়ম মানেন না দোকানদাররা। আর তাই অ্যাসিড হামলায় এখনও রাশ টানা যায়নি।

খোলাবাজারে অ্যাসিড বিক্রির ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই নিয়ম মানেন না দোকানদাররা। আর তাই অ্যাসিড হামলায় এখনও রাশ টানা যায়নি। 

3/6

acid mumbai

বেআইনিভাবে অ্যাসিড বিক্রির বিরুদ্ধে সচেতনতা ছড়ানোই ছিল মুম্বইয়ের এই ফ্যাশন শোয়ের লক্ষ্য।

বেআইনিভাবে অ্যাসিড বিক্রির বিরুদ্ধে সচেতনতা ছড়ানোই ছিল মুম্বইয়ের এই ফ্যাশন শোয়ের লক্ষ্য।  

4/6

laxmi

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের কথায়,''শরীরে অ্যাসিডের চিহ্ন রয়ে গিয়েছে। সেগুলি মনে করিয়ে দেয় সমাজ। তবে দৃঢ় সংকল্পই তাঁকে বাঁচিয়ে রেখেছে।''

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের কথায়,''শরীরে অ্যাসিডের চিহ্ন রয়ে গিয়েছে। সেগুলি মনে করিয়ে দেয় সমাজ। তবে দৃঢ় সংকল্পই তাঁকে বাঁচিয়ে রেখেছে।''

5/6

acid 2

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে আগরওয়ালকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়েছিল এক দুষ্কৃতী।

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে আগরওয়ালকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়েছিল এক দুষ্কৃতী। 

6/6

acid fashion

নারী দিবসে কেতাদুরস্ত পোশাক পড়ে যারপরনাই খুশি অ্যাসিড আক্রান্তরা। তাঁদের কথায়,''নারী হিসেবে আমরা গর্বিত।'''

নারী দিবসে কেতাদুরস্ত পোশাক পড়ে যারপরনাই খুশি অ্যাসিড আক্রান্তরা। তাঁদের কথায়,''নারী হিসেবে আমরা গর্বিত।'''