Pics: প্যান্ট 'না পরেই' রাস্তায় বেরিয়ে পড়লেন জাহ্নবী

Sep 14, 2018, 17:21 PM IST
1/4

'ধড়ক'-এর সৌজন্যে ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছেন জাহ্নবী কাপুর। শ্রীদেবীর বড় মেয়ের প্রতিটি মুহূর্তের দিকে কড়া নজর রাখেন তাঁর ভক্তরা। এমনকী তার পোশাকের পছন্দও মাঝে মাঝেই প্রশংসা কুড়ায়। কিন্তু এবার মোটেও তেমনটা হল না। 

2/4

বুধবার এক অনুষ্ঠানে গোলাপি রঙের টপে দেখা যায় জাহ্নবীকে। সঙ্গে ছিল কালো একটি প্যান্ট। সম্ভবত আরামদায়ক পোশাক হিসাবে ছোট প্যান্ট বেছেছিলেন জাহ্নবী। তবে টপটি লম্বা হওয়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সেটি দেখা যাচ্ছিল না। 

3/4

সেই ছবি টুইটারে পোস্ট হতেই সমালোচনায় মুখর হন নেটিজেনরা। নানা রকম কটাক্ষ করতে শুরু করে তারা। এক মহিলা বলেন, পুরোটা খুলে ফেললেই তো পারতেন। 

4/4

পোশাকের জন্য বিড়ম্বনায় পড়তে হয়নি বলিউডে এমন সেলিব্রেটি বোধ হয় বিরল। বিশেষ করে মহিলাদের পোশাকের সমালোচনার প্রবণতা যেন ক্রমশ বাড়ছে। খ্যাতির সেই বিড়ম্বনারই এবার শিকার হলেন জাহ্নবী।  

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close