একই ম্যাচে মাইলস্টোন স্পর্শ করলেন মিতালি-ঝুলন

Sep 13, 2018, 08:58 AM IST
1/6

1

একই ম্যাচে মাইলস্টোন স্পর্শ করলেন মিতালি-ঝুলন

# মঙ্গলবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন দুই ভারতীয় ক্রিকেটার- মিতালি রাজ ও ঝুলন গোস্বামী।

2/6

2

একই ম্যাচে মাইলস্টোন স্পর্শ করলেন মিতালি-ঝুলন

# এই প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট নিলেন ঝুলন গোস্বামী।

3/6

3

একই ম্যাচে মাইলস্টোন স্পর্শ করলেন মিতালি-ঝুলন

# আন্তর্জাতিক ক্রিকেটে ঝুলনের মোট শিকার ৩০১। টেস্টে ৪০টি উইকেট, একদিনের ক্রিকেটে ২০৫টি উইকেট এবং টি-টোয়েন্টিতে ৫৬টি উইকেট 'খড়দহ এক্সপ্রেসে'র ঝুলিতে।

4/6

4

একই ম্যাচে মাইলস্টোন স্পর্শ করলেন মিতালি-ঝুলন

# একদিনের ক্রিকেটে তিনিই একমাত্র ক্রিকেটার যাঁর ২০০টি উইকেট রয়েছে।

5/6

5

একই ম্যাচে মাইলস্টোন স্পর্শ করলেন মিতালি-ঝুলন

# অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি একদিনের ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মিতালি রাজ।

6/6

6

একই ম্যাচে মাইলস্টোন স্পর্শ করলেন মিতালি-ঝুলন

# একদিনের ক্রিকেটে ১১৮ বার দেশকে নেতৃত্ব দিয়ে রেকর্ড করলেন মিতালি। ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস ১১৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন।