৯০ টাকা ছুঁল দেশের ১১টি শহরের পেট্রোল

Sep 17, 2018, 15:00 PM IST
1/7

আকাশছোঁয়া দর জ্বালানি তেলের:

Petrol_1

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে কেন্দ্র কোনও পদক্ষেপ না করলেও, এগিয়ে এসেছে রাজ্যগুলি। কেরল, রাজস্থান, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ শুল্ক কমিয়েছে জ্বালানি তেলের উপর। সোমবার শুল্ক কমিয়ে নয়া নাম জুড়ল কর্নাটকও।

2/7

আকাশছোঁয়া দর জ্বালানি তেলের:

Petrol_2

সোমবার এইচডি কুমারস্বামীর সরকার লিটার পিছু পেট্রোল এবং ডিজেলে যথাক্রমে ২ টাকা এবং ২.৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

3/7

আকাশছোঁয়া দর জ্বালানি তেলের:

Petrol_3

কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী জানিয়েছেন, প্রতিদিনই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। যার জেরে নাভিশ্বাস উঠেছে রাজ্যবাসীর। তাই, জোট সরকার সিদ্ধান্ত নিয়েছে তেলের উপর শুল্ক কমানোর। কিছুটা হলেও স্বস্তি পাবে রাজ্যবাসী।

4/7

আকাশছোঁয়া দর জ্বালানি তেলের:

Petrol_4

 মহারাষ্ট্রের ১১টি শহরে জ্বালানি তেলের দাম ছুঁয়েছে ৯০টাকায়। 

5/7

আকাশছোঁয়া দর জ্বালানি তেলের:

Petrol_5

সেই শহরগুলি হল পারভানি, নানদুরবার, নানদেদ, লাটুর, জালনা, জালগাঁও, হিঙ্গোলি, গন্ডিয়া, বিড, ঔরঙ্গাবাদ. রত্নাগিরি।

6/7

আকাশছোঁয়া দর জ্বালানি তেলের:

Petrol_6

এছাড়া অন্যান্য রাজ্যের শহরগুলিতে পেট্রোল বিকোচ্ছে চড়া দামে। নিউ দিল্লি ৮৩.৯১টাকা, কলকাতা ৮৩.৯১টাকা, মুম্বই ৮৯.৪৪টাকা, চেন্নাই ৮৫.৩১টাকা এবং বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ৮৪.৭৪টাকা।

7/7

আকাশছোঁয়া দর জ্বালানি তেলের:

Petrol_7

ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লি ৭৩.৭৮টাকা, কলকাতা ৭৫.৬৩টাকা, মুম্বই ৭৮.৩৩টাকা, চেন্নাই ৭৮টাকা, বেঙ্গালুরু ৭৬.১৬টাকায় পাওয়া যাচ্ছে ডিজেল।