ভালবাসার খেলা

Feb 07, 2013, 19:58 PM IST
1/7

মিক্সড ডাবলসক্যারোলিনা ওয়াজনিয়াকি - ররি ম্যাকলিরয়। একজন টেনিসের স্টাইলস্টেটমেন্ট, অপরজন গল্ফের পোস্টার বয়। দুজনের প্রেমটা নিয়ে ইউরোপ দারুণ মেতে। দুজনের চুম্বনের দৃশ্য, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তোলার জন্য পাপারাতজিরা একেবারে দিনরাত একে করে দেন। করবেন নাই বা কেন। দুজনের প্রেমটা দেখতে তো মুখিয়া হয়ে থাকা গোটা বিশ্ব। তবে কি জানেন? এসবের বাইরেও ক্যারোলিনা আর ররির প্রেমের একটা দারুণ সুন্দর ব্যাপার আছে। সাফল্যের চূড়ায় থাকা ররি যেদিন ক্যারোলিনাকে প্রেমের প্রস্তাব দেন, তখন ক্যারি একটা গ্র্যান্ডস্লামও না জেতার বেদনায় আর সমালোচনায় বিদ্ধ হয়ে হতাশায় ভূগছেন। সেদিন ররি বলেছিলেন,

মিক্সড ডাবলস
ক্যারোলিনা ওয়াজনিয়াকি - ররি ম্যাকলিরয়। একজন টেনিসের স্টাইলস্টেটমেন্ট, অপরজন গল্ফের পোস্টার বয়। দুজনের প্রেমটা নিয়ে ইউরোপ দারুণ মেতে। দুজনের চুম্বনের দৃশ্য, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তোলার জন্য পাপারাতজিরা একেবারে দিনরাত একে করে দেন। করবেন নাই বা কেন। দুজনের প্রেমটা দেখতে তো মুখিয়া হয়ে থাকা গোটা বিশ্ব। তবে কি জানেন? এসবের বাইরেও ক্যারোলিনা আর ররির প্রেমের একটা দারুণ সুন্দর ব্যাপার আছে। সাফল্যের চূড়ায় থাকা ররি যেদিন ক্যারোলিনাকে প্রেমের প্রস্তাব দেন, তখন ক্যারি একটা গ্র্যান্ডস্লামও না জেতার বেদনায় আর সমালোচনায় বিদ্ধ হয়ে হতাশায় ভূগছেন। সেদিন ররি বলেছিলেন, "কামঅন ক্যারি এ লাভ কেন উইন ইউ এ ট্রফি"। আজও ক্যারোলিনা গ্র্যান্ডস্লাম জিততে পারেননি। কিন্তু ক্যারি বলেন, "নো পেন আই উইন দি ট্রফি অফ লাভ"।

2/7

`বাউন্ডারি` পেরিয়ে প্রেমের `এস`সীমান্তের এপার ওপারের কঠিন দেওয়াল ভেঙে দুই পড়শির দেশের ক্রীড়াবিদের প্রেম। তারপর বিয়ে। টেনিস তারকা সানিয়া মির্জা আর শোয়েব মালিকের ভালবাসাটা একটা মাইলস্টোন। দুজনের প্রেমটা দু দেশের সু সম্পর্কের একটা বড় বিজ্ঞাপন। দুটো দেশের মৈত্রীর কথা যতবার উঠবে তত বেশি করে উঠবে এই প্রেমের কথা।

`বাউন্ডারি` পেরিয়ে প্রেমের `এস`
সীমান্তের এপার ওপারের কঠিন দেওয়াল ভেঙে দুই পড়শির দেশের ক্রীড়াবিদের প্রেম। তারপর বিয়ে। টেনিস তারকা সানিয়া মির্জা আর শোয়েব মালিকের ভালবাসাটা একটা মাইলস্টোন। দুজনের প্রেমটা দু দেশের সু সম্পর্কের একটা বড় বিজ্ঞাপন। দুটো দেশের মৈত্রীর কথা যতবার উঠবে তত বেশি করে উঠবে এই প্রেমের কথা।

3/7

সেরেনার বসন্তসেরেনা উইলিয়ামসের প্রেম

সেরেনার বসন্ত
সেরেনা উইলিয়ামসের প্রেম

4/7

মাশা আল্লামারিয়া শারাপোভা- গ্রিগর দিমিত্রভ। দুজনেই টেনিস খেলোয়াড়। শারাপোভার সাফল্যের সামনে ছোট ফেডেরার মানে গ্রিগরের সাফল্য বেশ চোখে পড়ার মত কম। তবে গোটা বিশ্বে শারাপোভা মানে মাশার ভক্ত সংখ্যা মানে চোরাপ্রেমিকের সংখ্যা এত বেশি তাদের হারিয়ে মাশার হূদয় জেতাটাই বা কম সাফল্যের কিসে। এই দুজনের প্রেম নিয়ে এখন গোটা বিশ্ব মেতে। তবে চিন্তা একটাই। শারাপোভার কোনও জিনিসকেই বেশিদিন ভাল লাগে না। মাশার অ্যান্ডি রডিক, সাসার মত এক্স বয়ফ্রেন্ডরা বলেন, টেনিসে শারাপোভা যতটা ফোকাসড, ততটাই ক্যাজুয়াল ভালবাসা নিয়ে। তাহলে বুঝেই দেখুন গ্রিগরের কাছে প্রেমের টাস্কটা কতটা শক্ত। অবশ্য গ্রিগরও যদি শারাপোভার মত প্রেমিক হন তাহলে বলতেই হবে বিন্দাস...

মাশা আল্লা
মারিয়া শারাপোভা- গ্রিগর দিমিত্রভ। দুজনেই টেনিস খেলোয়াড়। শারাপোভার সাফল্যের সামনে ছোট ফেডেরার মানে গ্রিগরের সাফল্য বেশ চোখে পড়ার মত কম। তবে গোটা বিশ্বে শারাপোভা মানে মাশার ভক্ত সংখ্যা মানে চোরাপ্রেমিকের সংখ্যা এত বেশি তাদের হারিয়ে মাশার হূদয় জেতাটাই বা কম সাফল্যের কিসে। এই দুজনের প্রেম নিয়ে এখন গোটা বিশ্ব মেতে। তবে চিন্তা একটাই। শারাপোভার কোনও জিনিসকেই বেশিদিন ভাল লাগে না। মাশার অ্যান্ডি রডিক, সাসার মত এক্স বয়ফ্রেন্ডরা বলেন, টেনিসে শারাপোভা যতটা ফোকাসড, ততটাই ক্যাজুয়াল ভালবাসা নিয়ে। তাহলে বুঝেই দেখুন গ্রিগরের কাছে প্রেমের টাস্কটা কতটা শক্ত। অবশ্য গ্রিগরও যদি শারাপোভার মত প্রেমিক হন তাহলে বলতেই হবে বিন্দাস...

5/7

টেবিল লাভসৌমজিত্‍ ঘোষ আর পৌলমি ঘটক। দেশের টেবল টেনিসের দুই নক্ষত্র।  বাংলার এই দুই টেবল টেনিস তারকার প্রেমটা কলকাতা ময়দানে একটা দারুণ আলোচনা করত। দুজনেই এই খেলার শীর্ষ পর্যায়ে সেরা সাফল্য পেয়েছেন। দুজনেই দুজনের অনুপ্রেরণা হয়ে খেলাটাকে সমৃদ্ধ করেছেন।

টেবিল লাভ
সৌমজিত্‍ ঘোষ আর পৌলমি ঘটক। দেশের টেবল টেনিসের দুই নক্ষত্র। বাংলার এই দুই টেবল টেনিস তারকার প্রেমটা কলকাতা ময়দানে একটা দারুণ আলোচনা করত। দুজনেই এই খেলার শীর্ষ পর্যায়ে সেরা সাফল্য পেয়েছেন। দুজনেই দুজনের অনুপ্রেরণা হয়ে খেলাটাকে সমৃদ্ধ করেছেন।

6/7

লাভ লায়লা লাভলায়লা আলি-কার্টিস কনওয়ে। কিংবদন্তি বক্সার মহম্মদ আলির মেয়ে লায়লার প্রেম কাহিনিটা ভারি অদ্ভূত। বক্সার লায়লা যখন বক্সিং প্র্যাকটিস করছিলেন, তখন আমেরিকান ফুটবলার কন এসেছিলেন তখন তাঁকে ঘুঁসি মেরেছিলেন লায়লা। পরে সেই কনকেই দারুণ ভালবেসে ফেলেন লায়লা। পরে বিয়েও করেন। তবে কানাঘুঁসো শোনা যায় লায়লা নাকি এখন ঘনিষ্ঠ সময়ের কনকে চুমু নয় ঘুঁসি মারেন!

লাভ লায়লা লাভ
লায়লা আলি-কার্টিস কনওয়ে। কিংবদন্তি বক্সার মহম্মদ আলির মেয়ে লায়লার প্রেম কাহিনিটা ভারি অদ্ভূত। বক্সার লায়লা যখন বক্সিং প্র্যাকটিস করছিলেন, তখন আমেরিকান ফুটবলার কন এসেছিলেন তখন তাঁকে ঘুঁসি মেরেছিলেন লায়লা। পরে সেই কনকেই দারুণ ভালবেসে ফেলেন লায়লা। পরে বিয়েও করেন। তবে কানাঘুঁসো শোনা যায় লায়লা নাকি এখন ঘনিষ্ঠ সময়ের কনকে চুমু নয় ঘুঁসি মারেন!

7/7

লাভ অলআন্দ্রে আগাসি-স্টেফি গ্রাফ। বিশ্ব টেনিসের ইতিহাসে সবচেয়ে সফল জুটি। না না শুধু প্রেমের মিটারে, ফোটো ফ্রেমে নয় এর বাইরে শুধু খেলার শুকনো পরিসংখ্যান দেখুন দেখবেন দুজনে মিলে জিতেছেন ৩০টা গ্র্যান্ডস্লাম খেতাব। আর দুজনে টেনিস থেকে এতো খ্যাতি আর অর্থ উপার্জন করেছেন যেটা শুধু সংখ্যা দিয়ে বললে গোনা যাবে না। এর পাশাপাশি দুজনেই টেনিসের বর্ণময় চরিত্র। তবে দুজনেই বলেন ট্রফি হাতে নয় তাদের দুজনের সেরা মুহূর্ত একে অপরের চোখে তাকিয়ে থাকা। এমন বর্ণময়, বিখ্যাত জুটি প্রেমের পিচে সেরা মিক্সড ডাবলস জুটির পুরস্কারে অস্কার জিততে পারেন। অবশ্য তখন হয়তো দুজনে বলবেন, ট্রফি নয় ভাই, আমাদের দুজনকে চোখের দিকে তাকিয়ে থাকতে দাও!

লাভ অল
আন্দ্রে আগাসি-স্টেফি গ্রাফ। বিশ্ব টেনিসের ইতিহাসে সবচেয়ে সফল জুটি। না না শুধু প্রেমের মিটারে, ফোটো ফ্রেমে নয় এর বাইরে শুধু খেলার শুকনো পরিসংখ্যান দেখুন দেখবেন দুজনে মিলে জিতেছেন ৩০টা গ্র্যান্ডস্লাম খেতাব। আর দুজনে টেনিস থেকে এতো খ্যাতি আর অর্থ উপার্জন করেছেন যেটা শুধু সংখ্যা দিয়ে বললে গোনা যাবে না। এর পাশাপাশি দুজনেই টেনিসের বর্ণময় চরিত্র। তবে দুজনেই বলেন ট্রফি হাতে নয় তাদের দুজনের সেরা মুহূর্ত একে অপরের চোখে তাকিয়ে থাকা। এমন বর্ণময়, বিখ্যাত জুটি প্রেমের পিচে সেরা মিক্সড ডাবলস জুটির পুরস্কারে অস্কার জিততে পারেন। অবশ্য তখন হয়তো দুজনে বলবেন, ট্রফি নয় ভাই, আমাদের দুজনকে চোখের দিকে তাকিয়ে থাকতে দাও!