বাবরের সেঞ্চুরিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল পাকিস্তান

প্রথম একদিনের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার দ্বিতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে দিল পাকিস্তান। সৌজন্যে বাবর আজম এবং ইমাদ ওয়াসিম, ও হাসান আলি। টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিং করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। নির্ধারিত ৫০ ওভারের শেষে পাকিস্তান তোলে ৫ উইকেটের বিনিময়ে ২৮২ রান। ১৩২ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন পাকিস্তান ক্রিকেটের নতুন তারকা বাবর আজম। এছাড়া পাকিস্তানের হয়ে বলার মতো রান পেয়েছেন মহম্মদ হাফিজ (৩২) এবং ইমাদ ওয়াসিম (অপরাজিত ৪৩)।

Updated By: Apr 10, 2017, 02:02 PM IST
বাবরের সেঞ্চুরিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল পাকিস্তান

ওয়েব ডেস্ক: প্রথম একদিনের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার দ্বিতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে দিল পাকিস্তান। সৌজন্যে বাবর আজম এবং ইমাদ ওয়াসিম, ও হাসান আলি। টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিং করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। নির্ধারিত ৫০ ওভারের শেষে পাকিস্তান তোলে ৫ উইকেটের বিনিময়ে ২৮২ রান। ১৩২ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন পাকিস্তান ক্রিকেটের নতুন তারকা বাবর আজম। এছাড়া পাকিস্তানের হয়ে বলার মতো রান পেয়েছেন মহম্মদ হাফিজ (৩২) এবং ইমাদ ওয়াসিম (অপরাজিত ৪৩)।

আরও পড়ুন রানা, হার্দিকরা এমনটা আরও করবে, বলছেন রোহিত শর্মা

জবাবে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে মাত্র ২০৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। একাই পাঁচ উইকেট নেন হাসান আলি। মহম্মদ হাফিজ নেন দু'উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন ক্যাপ্টেন জেসন হোল্ডার। তাঁর অবদান ৬৮ রান। আগের ম্যাচে ভালো খেলা নার্স এদিনও খেলেন ৪৩ বলে ৪৪ রানের ইনিংস।

আরও পড়ুন  আজ আইপিএলে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কিংস ইলেভেন পাঞ্জাব

.