ফিরোজ শাহ কোটলায় প্রথম দিনেই বিপাকে অস্টেলিয়া

ফুটিফাটা ফিরোজ শাহ কোটলার ঘূর্ণি পিচ বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দিনেই চোখে সর্ষে ফুল দেখিয়ে ছাড়ল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। ভারতীয় স্পিনিং আক্রমণের কাছে নাকানিচোবানি খেয়ে প্রথম দিনেই আটটি উইকেট খুইয়ে বসে আছে অসি বাহিনী। হাতে মাত্র ২৩১টি রান। তবে উইকেট কামড়ে পড়ে আছেন পিটার সিডল। তাঁর সংগ্রহে ৪৭ রান। এখনও পর্যন্ত তিনিই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানসংগ্রহকারী। ১৩৬ রানে সাত উইকেট খুইয়ে ভেন্টিলেশনে চলে যাওয়া অস্ট্রিলীয় দলে কিছুটা প্রাণসঞ্চার করল সিডলের ব্যাট। তাঁর সৌজন্যেই ২০০ রানের গণ্ডি টপকাতে পারলেন অসিরা।

Updated By: Mar 22, 2013, 09:56 AM IST

অস্ট্রেলিয়া  ২৩১/৮
পিটার সিডল ৪৭*
প্যাটিনসন ১১* 
ফুটিফাটা ফিরোজ শাহ কোটলার ঘূর্ণি পিচ বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দিনেই চোখে সর্ষে ফুল দেখিয়ে ছাড়ল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। ভারতীয় স্পিনিং আক্রমণের কাছে নাকানিচোবানি খেয়ে প্রথম দিনেই আটটি উইকেট খুইয়ে বসে আছে অসি বাহিনী। হাতে মাত্র ২৩১টি রান। তবে উইকেট কামড়ে পড়ে আছেন পিটার সিডল। তাঁর সংগ্রহে ৪৭ রান। এখনও পর্যন্ত তিনিই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানসংগ্রহকারী। ১৩৬ রানে সাত উইকেট খুইয়ে ভেন্টিলেশনে চলে যাওয়া অস্ট্রিলীয় দলে কিছুটা প্রাণসঞ্চার করল সিডলের ব্যাট। তাঁর সৌজন্যেই ২০০ রানের গণ্ডি টপকাতে পারলেন অসিরা।
ফিরোজ শাহ কোটলার প্রথম দিনের বোলারদের জন্য টেলর মেড পিচে টসে জিতে ক্লার্কের বদলি অসি অধিনায়ক শেন ওয়াটসন কেন যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তা সত্যিই রহস্যের। ওয়াটসনের সিদ্ধান্তের ফায়দা তুলতে বিন্দুমাত্র ভুল করলেন না টিম ইন্ডিয়ার বোলাররা। ব্যাগি গ্রিন টুপির মালিকদের নিয়ে রীতিমত ছেলেখেলা করলেন অস্বিনরা। একজনও ৫০ রানের সীমারেখা টপকাতে পারলেন না। হিউজ (৪৫) ও স্মিথ (৪৬) কিছুটা চেষ্টা করেছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে একা অস্বিনই তুলে নিলেন চারটি উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন জাদেজা ও ইশান্ত শর্মা। 
বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ টেস্টের প্রথমদিনের শুরু থেকেই বিপাকে পড়ে ছিলেন বিপাকে অস্ট্রেলিয়ানরা। ফিরোজ শাহ কোটলার ঝলমলে রোদ মাখা সকালে শূন্য রানে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান অসি ওপেনার ওয়ার্নার। লাজ রক্ষার লড়াইয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেয়।
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ফিরোজ শা কোটলায় নামল ভারত। ভারতের সামনে এখন  নতুন রেকর্ড গড়ার হাতছানি। ফিরোজ শা কোটলাতে জয় পেলে ক্রিকেট ইতিহাসে ভারত এই প্রথম কোনও দলকে টেস্টে ৪-০ ব্যবধানে হারাবে। এর আগে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ভারত ৩-০ ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ডকে। তাই সেদিক থেকে দেখলে মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় গড়তে চলেছেন।
ভারতের তরুণ ক্রিকেটাররা যেভাবে পারফর্ম করছেন তাতে ভারতীয় ক্রিকেট মহল এব্যাপারে যথেষ্ট আশাবাদী। চোট পাওয়া শিখর ধাওয়ানের জায়গায় দলে এসেছেন অজিঙ্কা রাহানে। বাকি দল অপরিবর্তিতই থাকছে এমনই ইঙ্গিত পাওয়া গেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছ থেকে। চোটের জন্য এই টেস্টে খেলতে পারছেন না অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। ক্লার্ক না খেলায় অসিদের নেতৃত্ব দিচ্ছেন শ্যেন ওয়াটসন। 

.