বাঙালি ফুটবলার অবিনাশ রুইদাসের ভাগ্য নির্ধারণ কি আজই?

Updated By: Aug 4, 2017, 09:53 AM IST
বাঙালি ফুটবলার অবিনাশ রুইদাসের ভাগ্য নির্ধারণ কি আজই?

ওয়েব ডেস্ক: ঝুলে রইল অবিনাশ রুইদাসের ভাগ্য। নতুন মরশুমে বাঙালি এই ফুটবলার কোন ক্লাবের জার্সি গায়ে খেলবেন সেটা ঠিক হল না বৃহস্পতিবারও। অবিনাশ ইস্যুতে এদিনে দিল্লি ও কলকাতায় দুটো আলাদা বৈঠকে বসেছিলেন ফেডারেশন ও আইএফএ কর্তারা। ফেডারেশনের নিযুক্ত বিশেষ কমিটি অবিনাশ এপিসোডের যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখেন। ফেডারেশনের সংবিধান এবং ফিফার প্লেয়ার্স স্টেটাস কমিটির নিয়ম কানুনও দেখা হয়। ঠিক হয়েছে অবিনাশকে নিয়ে বিশেষ কমিটির সদস্যরা শুক্রবারের মধ্যে নিজেদের মতামত জানাবেন। তারপর এই কমিটির চেয়ারম্যান উষানাথ ব্যানার্জি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ফেডারেশন সচিব কুশল দাশকে। অবিনাশ ইস্যুতে চূড়ান্ত রায় দেওয়ার এক্তিয়ার কার, ফেডারেশন না আইএফএর? সেটা শুক্রবারই জানিয়ে দেবে বিশেষ কমিটি। এদিকে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে অবিনাশের সইটা জাল কি সঠিক সেটা খতিয়ে দেখতে হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞের দ্বারস্থ হচ্ছে আইএফএ। বৃহস্পতিবার আইএফএর শৃঙ্খলারক্ষা কমিটিতে ঠিক হয় সামনের মঙ্গলবারের মধ্যে এই বিশেষজ্ঞের নাম চূড়ান্ত হয়ে যাবে। 

জোড়া বৈঠকের খবর জানার পর অবিনাশ জানান সই বিতর্কের  আগেও ইস্টবেঙ্গলে তার চুক্তিপত্রটাই সঠিক কি জাল সেটা আগে খতিয়ে দেখা উচিত। এই ইস্যুতে এদিন আইএফএ সচিব উৎপল গাঙ্গুলির সঙ্গে ফোনে কথা বলেন ফেডারেশন সচিব কুশল দাস। 

.