কুক কি এবার ভারতে, সর্বকালের সবথেকে বেশি রান করা বিদেশি ব্যাটসম্যান হবেন?

ভাইজাগ টেস্টে হেরে গিয়ে সিরিজে বেশ খানিকটা ব্যাকফুটেই চলে গেল ইংল্যান্ড। যদিও তাঁদের অধিনায়ক অ্যালিস্টার কুকের সামনে রয়েছে অনন্য নজির গড়ার সূযোগ। একটি নজির ইতিমধ্যেই কুক গড়ে ফেলেছেন। ভারতের মাটিতে তিনি পাঁচ-পাঁচটি টেস্ট সেঞ্চুরি করে ফেলেছেন। না, তাঁর থেকে বেশি সেঞ্চুরি কোনও বিদেশি ক্রিকেটার অন্তত এ দেশে এসে করেননি।

Updated By: Nov 22, 2016, 02:21 PM IST
 কুক কি এবার ভারতে, সর্বকালের সবথেকে বেশি রান করা বিদেশি ব্যাটসম্যান হবেন?

ওয়েব ডেস্ক: ভাইজাগ টেস্টে হেরে গিয়ে সিরিজে বেশ খানিকটা ব্যাকফুটেই চলে গেল ইংল্যান্ড। যদিও তাঁদের অধিনায়ক অ্যালিস্টার কুকের সামনে রয়েছে অনন্য নজির গড়ার সূযোগ। একটি নজির ইতিমধ্যেই কুক গড়ে ফেলেছেন। ভারতের মাটিতে তিনি পাঁচ-পাঁচটি টেস্ট সেঞ্চুরি করে ফেলেছেন। না, তাঁর থেকে বেশি সেঞ্চুরি কোনও বিদেশি ক্রিকেটার অন্তত এ দেশে এসে করেননি।

আরও পড়ুন অশ্বিন কোন ইংরেজ বোলারের কাছে ত্রাস হয়ে উঠেছেন জানেন?

এবার কুকের সামনে রয়েছে ভারতের মাটিতে বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে বেশি রান করার রেকর্ডের হাতছানি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে যে পাঁচজন ক্রিকেটার ভারতে সবথেকে বেশি টেস্ট রান করেছেন, তাঁদের তালিকাটাই বরং, একবার দেখ নিন।

১) ক্লাইভ লয়েড (ওয়েস্ট ইন্ডিজ) - ১৪ ম্যাচে ১৩৫৯ রান, গড় ৭৫

২) অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) - ১০ ম্যাচে ১০৭৩ রান, গড় ৫৯

৩) গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ) - ১৪ ম্যাচে ১০৪২ রান, গড় ৪৫

৪) ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া) - ১১ ম্যাচে ১০২৭ রান, গড় ৫১

৫) আলভিন কালীচরন (ওয়েস্ট ইন্ডিজ) - ১১ ম্যাচে ৯৯২ রান, গড় ৫৮

আরও পড়ুন  ইংরেজদের ১১০ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন জেমস অ্যান্ডারসন!

 

.