অ্যান্ডির মারে ধরাশায়ী জোকোভিচ

সাতাত্তর বছর পর ব্রিটেনে ফিরল উইম্বলডন। স্বপ্নের ফাইনালে নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে উইম্বলডন জিতলেন অ্যান্ডি মারে। ১৯৩৬ সালে ফ্রেড পেরির ৭৭ বছর পর উইম্বলডন জিতলেন কোনও ব্রিটিশ খেলোয়াড়। খেলার ফল, ৬-৪, ৭-৫, ৬-৪।

Updated By: Jul 7, 2013, 10:13 PM IST

সাতাত্তর বছর পর ব্রিটেনে ফিরল উইম্বলডন। স্বপ্নের ফাইনালে নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে উইম্বলডন জিতলেন অ্যান্ডি মারে। ১৯৩৬ সালে ফ্রেড পেরির ৭৭ বছর পর উইম্বলডন জিতলেন কোনও ব্রিটিশ খেলোয়াড়। খেলার ফল, ৬-৪, ৭-৫, ৬-৪।
গত বছর উইম্বলডন ফাইনালে উঠে ঠিক এইভাবেই প্রত্যাশা জাগিয়েছিলেন মারে। কিন্তু সেবার অধরাই থেকে যায় স্বপ্ন। রজার ফেডেরারের কাছে হেরে যান মারে। এরপর ১২ মাস ধরে যেন অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টের জন্যই নিজেকে তৈরি করছিলেন মারে। অবশেষে স্বপ্নপূরণ।
এ দিন শুরু থেকেই জোকোভিচ ছিলেন নড়বড়ে। মারের সার্বের কাছে দাঁড়াতেই পারেননি সার্বিয়ান তারকা। গোটা সেন্টার কোর্ট স্বপ্নের রাজকুমারকে বরণ করতে প্রস্তুত থাকলেও আবেগের কাছে কখনই স্নায়ুকে হারতে দেননি মারে। বরং খেলা যত এগিয়েছে আবেগ যেন যোগ্য সঙ্গত করেছে স্নায়ুর সঙ্গে।

.