হেরে মেজাজ হারালেন রাহুল, টুইটে ফ্যানকে 'আক্রমণ'

পুণেতে একটা হারেই মেজাজ হারাতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটাররা। সোস্যাল মিডিয়াতে ফলোয়ারদের বক্তব্যে মেজাজ হারিয়ে কর্কশ ভাষায় মন্তব্য করে বসলেন লোকেশ রাহুল। পুণে টেস্ট হারের পর কিন্তু নিজেদের হালকা রাখতে টুইটারকে হাতিয়ার করে নিজেদের মধ্যে খুনসুটিতে মেতেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। রবিচন্দ্রন অশ্বিনকে ফলোয়ারের তালিকায় দেখেই রাহুল টুইটারে লেখেন...ওহ, দারুন  শুরু হল দিনটা... অশ্বিনের মতন একজন কিংবদন্তী ক্রিকেটার ফলো করছেন...। এরপরই অবশ্য পাল্টা ধামাকা আসে। একজন সমর্থক টুইটে লেখেন ...এসব ছেড়ে রান করার দিকে মন দিন রাহুলরা....। ব্যাস রেগে আগুন ভারতীয় ওপেনার। জবাবে রাহুল লিখে বসেন...দয়া করে এসে রান করাটা শিখিয়ে যান। কারণ, রান বানানোর কৌশলটা নিশ্চয়ই আপনাদের ভাল জানা আছে। ভারতীয় ওপেনারের এই মন্তব্য অবশ্য একেবারেই ভাল চোখে দেখছেন না প্রাক্তনরা।

Updated By: Feb 28, 2017, 10:49 PM IST
 হেরে মেজাজ হারালেন রাহুল, টুইটে ফ্যানকে 'আক্রমণ'

ব্যুরো: পুণেতে একটা হারেই মেজাজ হারাতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটাররা। সোস্যাল মিডিয়াতে ফলোয়ারদের বক্তব্যে মেজাজ হারিয়ে কর্কশ ভাষায় মন্তব্য করে বসলেন লোকেশ রাহুল। পুণে টেস্ট হারের পর কিন্তু নিজেদের হালকা রাখতে টুইটারকে হাতিয়ার করে নিজেদের মধ্যে খুনসুটিতে মেতেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। রবিচন্দ্রন অশ্বিনকে ফলোয়ারের তালিকায় দেখেই রাহুল টুইটারে লেখেন...ওহ, দারুন  শুরু হল দিনটা... অশ্বিনের মতন একজন কিংবদন্তী ক্রিকেটার ফলো করছেন...। এরপরই অবশ্য পাল্টা ধামাকা আসে। একজন সমর্থক টুইটে লেখেন ...এসব ছেড়ে রান করার দিকে মন দিন রাহুলরা....। ব্যাস রেগে আগুন ভারতীয় ওপেনার। জবাবে রাহুল লিখে বসেন...দয়া করে এসে রান করাটা শিখিয়ে যান। কারণ, রান বানানোর কৌশলটা নিশ্চয়ই আপনাদের ভাল জানা আছে। ভারতীয় ওপেনারের এই মন্তব্য অবশ্য একেবারেই ভাল চোখে দেখছেন না প্রাক্তনরা।

.