বুধবার সকালে কোপা আমেরিকায় ফের মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা

 বুধবার সকালে কোপা আমেরিকায় ফের মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। জেরার্ডো মার্টিনহো ব্রিগেডের প্রতিপক্ষ বলিভিয়া। গ্রুপ লিগের প্রথম দুটো ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা হয়ে গিয়েছে মারাদোনার দেশের। গ্রুপ লিগে জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্য নিয়ে নামছে নীলসাদা জার্সিধারীরা। পানামার বিরুদ্ধে ম্যাচে উনত্রিশ মিনিট মঠে থেকে হ্যাটট্রিক করেছিলেন মেসি। পাঁচ গোলে জিতেছিল আর্জেন্টিনা ।

Updated By: Jun 14, 2016, 04:38 PM IST
বুধবার সকালে কোপা আমেরিকায় ফের মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা

ওয়েব ডেস্ক:  বুধবার সকালে কোপা আমেরিকায় ফের মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। জেরার্ডো মার্টিনহো ব্রিগেডের প্রতিপক্ষ বলিভিয়া। গ্রুপ লিগের প্রথম দুটো ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা হয়ে গিয়েছে মারাদোনার দেশের। গ্রুপ লিগে জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্য নিয়ে নামছে নীলসাদা জার্সিধারীরা। পানামার বিরুদ্ধে ম্যাচে উনত্রিশ মিনিট মঠে থেকে হ্যাটট্রিক করেছিলেন মেসি। পাঁচ গোলে জিতেছিল আর্জেন্টিনা ।

বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচেও  এলএম টেনের পায়ের জাদু দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। তবে চোট সারিয়ে সবে ফেরা মেসিকে শুরু থেকে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেননি মার্টিনহোর। এখনও ম্যাচ ফিট না হওয়ায় মাঠেও বাইরে থাকতে হবে ডি মারিয়াকে। নিয়মরক্ষা ম্যাচে প্রথম একাদশে আরও কিছু পরিবর্তন করার পথে হাঁটতে পারেন আর্জেন্টিনার হেড স্যার। একটা করে হলুদ কার্ড দেখে রয়েছেন মাসচেরানো,গাইতান,রোহোরা। কার্ড দেখা ফুটবলারদের বিশ্রাম দিতে পারেন মার্টিনহো।

.