মঙ্গলবার সকালে শতবর্ষের কোপার অভিযানে নামছে টিম আর্জেন্টিনা

আন্তর্জাতিক টুর্নামেন্টে তেইশ বছর ধরে বড় কোনও সাফল্য নেই আর্জেন্টিনার। গত বছর কোপায় খরা কাটানোর সুযোগ এসেছিল লিওনেল মেসিদের সামনে। মেগা ফাইনালে চিলির কাছে পেনাল্টি শুট আউটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল জেরার্ডো মার্টিনহোর দলের। মঙ্গলবার সকালে শতবর্ষের কোপার অভিযানে নামছে টিম আর্জেন্টিনা। প্রতিপক্ষ সেই চিলি। কোপার ইতিহাস দুই দেশ পঁচিশবার মুখোমুখি হয়েছে। একমাত্র টাইব্রেকার ছাড়া নব্বই মিনিটের ল়ড়াইয়ে চিলির কাছে হারেনি মারাদোনার দেশ। পরিসংখ্যান দিয়ে দুই দেশের শক্তি বুঝতে গেলে অবশ্য ভুল হবে।

Updated By: Jun 6, 2016, 03:29 PM IST
মঙ্গলবার সকালে শতবর্ষের কোপার অভিযানে নামছে টিম আর্জেন্টিনা

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক টুর্নামেন্টে তেইশ বছর ধরে বড় কোনও সাফল্য নেই আর্জেন্টিনার। গত বছর কোপায় খরা কাটানোর সুযোগ এসেছিল লিওনেল মেসিদের সামনে। মেগা ফাইনালে চিলির কাছে পেনাল্টি শুট আউটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল জেরার্ডো মার্টিনহোর দলের। মঙ্গলবার সকালে শতবর্ষের কোপার অভিযানে নামছে টিম আর্জেন্টিনা। প্রতিপক্ষ সেই চিলি। কোপার ইতিহাস দুই দেশ পঁচিশবার মুখোমুখি হয়েছে। একমাত্র টাইব্রেকার ছাড়া নব্বই মিনিটের ল়ড়াইয়ে চিলির কাছে হারেনি মারাদোনার দেশ। পরিসংখ্যান দিয়ে দুই দেশের শক্তি বুঝতে গেলে অবশ্য ভুল হবে।

ব্রাজিল,আর্জেন্টিনার দাপট থামিয়ে এই মূহুর্তে লাতিন সেরার তকমা চিলির গায়ে। নয়া কোচ অ্যান্টোনিও পিজির হাত ধরে খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছেন অ্যালেক্সি স্যাঞ্চেজ,আর্তুরা ভিদালরা। ভার্গেজ,অ্যারাঙ্গেজ,স্যাঞ্চেসদের নিয়ে গড়া চিলি রীতিমত সমীহ করার মতো।তবে কোপার আগে খারাপ ফর্ম কিছুটা চিন্তায় রাখবে চিলির নয়া কোচকে।  অন্যদিকে প্রথম ম্যাচে নামার আগে অস্বস্তিতে আর্জেন্টিনা। মেসির ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় মার্টিনহো ব্রিগেড। এই দলে মেসির থাকা বা না থাকা যে অনেক তফাত সেটা ভালোই জানে আর্জেন্টিনা শিবির। সব মিলিয়ে আরও একটা টুর্নামেন্টে নামার সময় অ্যাসিড টেস্টের সামনে নীলসাদা জার্সিধারীরা।

.