আইএসএলে কোচিং করাতে দেখা যেতে পারে অ্যাশলে ওয়েস্টউডকে

আই লিগ ছেড়ে সামনের মরশুমে আইএসএলে কোচিং করাতে দেখা যেতে পারে অ্যাশলে ওয়েস্টউডকে। সচিন তেন্ডুলকরের ফ্রাঞ্চাইজি কেরালা ব্লাস্টার্সের কোচ হিসেবে জোরালো ভাবে উঠে এল ব্রিটিশ এই কোচের নাম। চলতি মরশুম শেষে বেঙ্গালুরু এফসি ছাড়ার বিষয়ে পা বাড়িয়ে রেখেছেন ওয়েস্টউড। চব্বিশে  মে এএফসি কাপের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর মরশুম শেষ হবে বেঙ্গালুরুর। তারপরই ওয়েস্টউডকে চূড়ান্ত করে ফেলতে চাইছেন কেরালা ব্লাস্টার্স কর্তৃপক্ষ। শেষ তিন মরশুমে বেঙ্গালুরুর কোচ হিসেবে ঈর্ষণীয় সাফল্য রয়েছে মেজাজি ওয়েস্টউডের। দুবার আই লিগ জিতেছে বেঙ্গালুরু। ম্যান ম্যানেজমেন্টেও দক্ষ এই সাহেব কোচ। প্রথম দুটো আইএসএলে সচিনের দলের সহকারী কোচের ভূমিকায় দেখা গিয়েছে ট্রেভর মর্গ্যানকে। দায়িত্ব পেলে ওয়েস্টউডই হবেন প্রথম কোচ যিনি আই লিকে কোচিং কোরিয়ে আইএসএলে গেলেন।

Updated By: May 13, 2016, 08:59 AM IST
 আইএসএলে কোচিং করাতে দেখা যেতে পারে অ্যাশলে ওয়েস্টউডকে

ওয়েব ডেস্ক: আই লিগ ছেড়ে সামনের মরশুমে আইএসএলে কোচিং করাতে দেখা যেতে পারে অ্যাশলে ওয়েস্টউডকে। সচিন তেন্ডুলকরের ফ্রাঞ্চাইজি কেরালা ব্লাস্টার্সের কোচ হিসেবে জোরালো ভাবে উঠে এল ব্রিটিশ এই কোচের নাম। চলতি মরশুম শেষে বেঙ্গালুরু এফসি ছাড়ার বিষয়ে পা বাড়িয়ে রেখেছেন ওয়েস্টউড। চব্বিশে  মে এএফসি কাপের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর মরশুম শেষ হবে বেঙ্গালুরুর। তারপরই ওয়েস্টউডকে চূড়ান্ত করে ফেলতে চাইছেন কেরালা ব্লাস্টার্স কর্তৃপক্ষ। শেষ তিন মরশুমে বেঙ্গালুরুর কোচ হিসেবে ঈর্ষণীয় সাফল্য রয়েছে মেজাজি ওয়েস্টউডের। দুবার আই লিগ জিতেছে বেঙ্গালুরু। ম্যান ম্যানেজমেন্টেও দক্ষ এই সাহেব কোচ। প্রথম দুটো আইএসএলে সচিনের দলের সহকারী কোচের ভূমিকায় দেখা গিয়েছে ট্রেভর মর্গ্যানকে। দায়িত্ব পেলে ওয়েস্টউডই হবেন প্রথম কোচ যিনি আই লিকে কোচিং কোরিয়ে আইএসএলে গেলেন।

.