"ভারতের মাটিতে সিরিজ জিতলে সেরা হব": ল্যাঙ্গার

২০০৪ সালে শেষ বার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারলেই তাঁর দল ফের সেরা হবে বলে জানিয়ে দিয়েছেন ল্যাঙ্গার।

Updated By: May 4, 2018, 12:41 PM IST
"ভারতের মাটিতে সিরিজ জিতলে সেরা হব": ল্যাঙ্গার

নিজস্ব প্রতিবেদন :  অস্ট্রেলিয়ার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন জাস্টিন ল্যাঙ্গার। টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ, অ্যাসেজ সিরিজ তো রয়েছেই, কিন্তু ভারতের মাটিতে সিরিজ জয়কেই যেন পাখির চোখ করছেন ৪৭ বছর বয়সী অজি কোচ।

আরও পড়ুন- ব্যাগি গ্রিনদের হেডস্যার হচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার

২০০৪ সালে শেষ বার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারলেই তাঁর দল ফের সেরা হবে বলে জানিয়ে দিয়েছেন ল্যাঙ্গার। তিনি বলেন, " সামনে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, অ্যাসেজ সিরিজ আছে। এগুলো নিয়ে ভাবলেই নার্ভাস হয়ে যাচ্ছি। তবে সব কিছুর ঊর্ধ্বে যদি কিছু থাকে সেটা হল ভারতের মাটিতে টেস্ট সিরিজ। ওটাই আসাল। ভারতের মাটিতে ভারতকে টেস্ট সিরিজে হারাতে পারলে তবে দল হিসেবে নিজেদের সেরা বলতে পারব। আমার কেরিয়ারে এমন মুহূর্ত এসেছে। ২০০৪ সালে আমরা ভারতকে তাদের ঘরের মাঠে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিলাম। সেটা অনেকটা মাউন্ট এভারেস্ট জয়ের মতো। বিদেশের মাটিতে সেরা ক্রিকেট খেলতে হবে। ঘরের মাঠেও পারফর্ম করতে হবে।"

বল বিকৃতি-কাণ্ডে নির্বাসিত স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে একবছর পাবেন না ল্যাঙ্গার। দু'জনকেই মিস করবেন বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, "বাকিদের কাছে প্রমান করার সুযোগ রয়েছে আগামী এক বছর। স্মিথদের অভাব পূরণ করতে হবে বাকিদেরই।"

.