ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে ওয়াটসনকে দলেই রাখল না অস্ট্রেলিয়া!

ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের ১৩ জনের দলে অস্ট্রেলিয়া রাখল না অলরাউন্ডার শেন ওয়াটসনকে। ৩৪ বছরের ওয়াটসন দেশের হয়ে ১৯০ টি একদিনের ম্যাচ খেলেছেন। গত বছর বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন ওয়াটসন। ইতিমধ্যে গত সেপ্টেম্বর মাসে টেস্ট থেকে অবসর নিয়েছেন ওয়াটসন। কিন্তু একদিনের দল থেকেও তাঁকে বাদ দেওয়ার পর, ওয়াটসনের ক্রিকেট ভবিয্যত্‍ নিয়ে সন্দেহ বেড়েছে।

Updated By: Jan 4, 2016, 12:17 PM IST
ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে ওয়াটসনকে দলেই রাখল না অস্ট্রেলিয়া!

ওয়েব ডেস্ক: ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের ১৩ জনের দলে অস্ট্রেলিয়া রাখল না অলরাউন্ডার শেন ওয়াটসনকে। ৩৪ বছরের ওয়াটসন দেশের হয়ে ১৯০ টি একদিনের ম্যাচ খেলেছেন। গত বছর বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন ওয়াটসন। ইতিমধ্যে গত সেপ্টেম্বর মাসে টেস্ট থেকে অবসর নিয়েছেন ওয়াটসন। কিন্তু একদিনের দল থেকেও তাঁকে বাদ দেওয়ার পর, ওয়াটসনের ক্রিকেট ভবিয্যত্‍ নিয়ে সন্দেহ বেড়েছে।
ওয়াটসনকে বাইরে রাখা হলেও রাজস্থান রয়্যালসে তাঁর সতীর্থ জেমস ফকনারকে ফের দলে ফেরানো হয়েছে। ১২ জানুয়ারি ব্রিসবেনে প্রথম একদিনের ম্যাচ দিয়ে শুরু হবে দু দলের সিরিজ।
অস্ট্রেলিয়া দল এরকম - স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, স্কট বোলান্ড, জোস হ্যাজেলহুড, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, শন মার্শ,  গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, জোয়েল প্যারিস, ম্যাথু ওয়েড।

.