দক্ষিণ আফ্রিকা তো অস্ট্রেলিয়াকে লজ্জায় ফেলে দিল!

শুধু ভারত বনাম ইংল্যান্ড, রাজকোটে প্রথম টেস্ট দেখছেন? তাহলে আপনি খুব বড় মিস করে গেলেন! কারণ, ওদিকে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট তো প্রথম দিনেই বিরাট জমে উঠেছে। পারথে প্রথম টেস্টে জিতেছে প্রোটিওরা। হোবার্টে দ্বিতীয় টেস্টেও দুর্দান্ত শুরু করল দক্ষিণ আফ্রিকা। কারণ, অস্ট্রেলিয়া গুটিয়ে গেল মাত্র ৮৫ রানে!

Updated By: Nov 12, 2016, 01:46 PM IST
দক্ষিণ আফ্রিকা তো অস্ট্রেলিয়াকে লজ্জায় ফেলে দিল!

ওয়েব ডেস্ক: শুধু ভারত বনাম ইংল্যান্ড, রাজকোটে প্রথম টেস্ট দেখছেন? তাহলে আপনি খুব বড় মিস করে গেলেন! কারণ, ওদিকে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট তো প্রথম দিনেই বিরাট জমে উঠেছে। পারথে প্রথম টেস্টে জিতেছে প্রোটিওরা। হোবার্টে দ্বিতীয় টেস্টেও দুর্দান্ত শুরু করল দক্ষিণ আফ্রিকা। কারণ, অস্ট্রেলিয়া গুটিয়ে গেল মাত্র ৮৫ রানে!

আরও পড়ুন আমেরিকান প্রেসিডেন্টের WWE-এর মঞ্চে কুস্তিটা দেখেছেন?

টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান ফ্যাফ ডুপ্লেসি। আর তারপর ঝড় শুরু করেন ফিলান্ডার এবং অ্যাবট। মাত্র ৩২.৫ ওভারে গুটিয়ে যায় অসিদের ইনিংস! ফিলান্ডার ১০.১ ওভার বল করেই তুলে নিয়েছেন ৫ উইকেট। অ্যাবট পেয়েছেন তিনটি উইকেট। আর একটি উইকেট পেয়েছেন রাবাদা।  অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক স্মিথ। তিনি অপরাজিত থাকেন ৪৮ রানে। মেনি করেন ১০ রান। এছাড়া অস্ট্রেলিয়ার কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রান করতে পারেননি। তাও একটা সময় মাত্র ৩১ রানেই ৬ উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। শেষে তা ৮৫ পর্যন্ত পৌঁছয় স্মিথের জন্যই। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা আপাতত তুলেছে ৫ উইকেটে ১৭১। ৮৬ রানে এগিয়ে রয়েছে ডুপ্লেসির দল।

আরও পড়ুন  এই বছরে যে দুজন টেস্টে এক হাজার রান করেছেন, জানেন তাঁরা কারা?

.