শেষ বলে দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার

জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচে ৫ উইকেটে জিতে গেল অস্ট্রেলিয়া। এমন হাড্ডাহাড্ডি ম্যাচ অনেকদিন পরে দেখল ক্রিকেট বিশ্ব। সিরিজের প্রথম ম্যাচে ইতিমধ্যেই জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজে আজও যদি এবি ডিভিলয়ার্সের দল জিতে যেত, তাহলে সিরিজ জিতে নিত প্রোটিওরা।

Updated By: Mar 6, 2016, 10:06 PM IST
শেষ বলে দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার

ওয়েব ডেস্ক: জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচে ৫ উইকেটে জিতে গেল অস্ট্রেলিয়া। এমন হাড্ডাহাড্ডি ম্যাচ অনেকদিন পরে দেখল ক্রিকেট বিশ্ব। সিরিজের প্রথম ম্যাচে ইতিমধ্যেই জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজে আজও যদি এবি ডিভিলয়ার্সের দল জিতে যেত, তাহলে সিরিজ জিতে নিত প্রোটিওরা।

এই অবস্থায় খেলতে নেমে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাট করতে পাঠান অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা তোলে ৭ উইকেটে ২০৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। তিনি করেন ৪১ বলে ৭৯। ২৮ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডিকক। মাত্র ১৮ বলে ৩৩ রান করে যান আগের ম্যাচের নায়ক ডেভিড মিলারও। এছাড়া এবি ডিভলিয়ার্স করেন ৯ বলে ১৩ রান। ডুমিনি করেন ১২ বলে ১৪ রান। এই ম্যাচে দীর্ঘদিন বাদে ফের খেলতে দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইনকে। শেষ ওভারে উঠল ২৬ রান। অসিদের হয়ে ২ উইকেট নেন হেস্টিংস।

২০৫ রান তাড়া করতে নেমে শেষ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। মাত্র ৫ উইকেট হারিয়ে। ম্যাচের নায়ক ওয়ার্নার আর ম্যাক্সওয়েল। ওয়ার্নার করেন ৪০ বলে ৭৭ আর ম্যাক্সওয়েল করেন ৪৩ বলে ৭৫। যদিও এঁরা দুজন আউট হয়ে যাওয়ার পর মিচেল মার্শ (অপরাজিত ২) এবং ফকনার (অপরাজিত ৭) ম্যাচ জিতিয়ে দেন। ২ টি করে উইকেট পেয়েছেন স্টেইন এবং রাবাদা।

.